বিতর্কে বিতর্কে জেরবার থাকলেও এবার লকডাউনের মাঝেই দলবদলের বাজারে ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল ক্লাব। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের একটা শক্তিশালী স্কোয়াড তৈরি করে ফেলে লাল-হলুদ শিবির। মাঝে স্পনসরদের সঙ্গে স্পোর্টিং রাইটস নিয়ে ঝামেলার জেরে পিছনের সারিতে চলে যায় দলবদলের আলোচনা।
স্পনসরদের সঙ্গে মালিকানা নিয়ে জট কেটে গিয়েছে ইস্টবেঙ্গলের। নতুন বিনিয়োগকারীর সঙ্গে কথাবার্তা চলছে। ক্লাব কর্তারা আশাবাদী আইএসএল খেলা নিয়েও। এমন অবস্থায় নতুন মরশুমের জন্য ইস্টবেঙ্গলের বেছে নেওয়া ভারতীয় স্কোয়াডের দিকে নজর দেওয়া যাক।
নতুন করে দলে নেওয়া এবং পুরনো স্কোয়াড থেকে ধরে রাখা মিলিয়ে এপর্যন্ত যে ২৪ জন ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল, তাদের তালিকা তুলে ধরা হল।
গোলকিপার:- রফিক আলি সর্দার, শঙ্কর রায়, মিরশাদ মিচু।
ডিফেন্ডার:- গুরতেজ সিং, লালরাম চুলোভা, নবীন গুরুং, কীগান পেরেরা, রিনো অ্যান্টো, অনিল চাভন, প্রীতম সিং ও বিকাশ সাইনি।
মিডফিল্ডার:- লোকেন মেইতেই, ওয়াহেংবাম আঙ্গৌসানা, মহম্মদ ইর্শাদ, বিকাশ জাইরু, শেহনাজ সিং, কেভিন লোবো, মহম্মদ রফিক, ইউজেনসন লিংডো, মিলন সিং, সিকে বিনীত ও ব্রেন্ডন ভানলালরেমডিকা।
স্ট্রাইকার:- বলবন্ত সিং ও গিরিক খোসলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।