আজ কলকাতা ফুটবল লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লিগ তালিকায় নীচের দিকে থাকা ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই সেই ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। দুপুর তিনটে থেকে ম্যাচ শুরু হবে। যাঁরা মাঠে ম্যাচ দেখতে যাবেন, তাঁরা তো গ্যালারি থেকেই সরাসরি খেলা দেখতে পারবেন। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস, জুলাইয়ের শেষদিন, আয়কর রিটার্ন দাখিলের শেষদিনে নিশ্চয়ই অনেকের মাঠে গিয়ে খেলা দেখার সময় হবে না। তবে বাড়ি বা অফিসে বসেই তাঁরা সরাসরি ম্যাচ দেখতে পারবেন। অনলাইনে ‘inSportsTV’ অ্যাপে ইস্টবেঙ্গল বনাম ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের ম্যাচ দেখতে পাবেন। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ তো আছে। খেলা দেখার সময় না হলেও ফাঁকে-ফাঁকে খেলার টাটকা আপডেট, লাইভ স্কোর দেখে নিতে পারবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র লাইভ ব্লগ থেকে।
সরাসরি কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখতে কত টাকা খরচ হবে?
১) Season Pass (সব ম্যাচ): ৫০০ টাকা।
২) Team Season Pass (নির্দিষ্ট দলের সব ম্যাচ): ২৫০ টাকা।
৩) Big-3 Season Pass (তিন বড় দলের সব ম্যাচ): ৪০০ টাকা।
৪) Pay-per-view (প্রতিটি ম্যাচ): ৫০ টাকা।
কীভাবে ইস্টবেঙ্গল বনাম ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
১) ফোনে ‘গুগল প্লে স্টোর’ (Google Play Store) অ্যাপে ক্লিক করতে হবে। সেই অ্যাপ খুলে গেলে ‘inSportsTV’ লিখে সার্চ করুন। দেরি না করে ‘inSportsTV’ অ্যাপ ইনস্টল করে নিন। ইনস্টল করার পর সেই অ্যাপ খুলতে হবে। সেজন্য ‘Open’-র অপশন পাবেন।
২) ‘inSportsTV’-এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন হবে। নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলেই আজ কোন কোন ম্যাচ আছে, সেটা দেখাবে। যাঁদের ‘inSportsTV’-তে অ্যাকাউন্ট নেই, তাঁদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাতে অবশ্য বেশিক্ষণ লাগবে না।
নিজের ইমেল আইডি বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাবে। ইমেল আইডি দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে ইউজারনেমের জায়গায় ইমেল আইডি দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিয়ে 'Sign Up'-তে ক্লিক করুন। ওই ইমেল আইডিতে একটি কনফার্মেশন মেল আসবে। সেই মেলের নীচের দিকে যে লিঙ্ক আছ, তাতে ক্লিক করুন। তাহলে ব্রাউজারে ‘inSportsTV’ খুলে যাবে। ওই পেজটা খুলে যাওয়া মানেই ‘inSportsTV’-তে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে।
৩) এবার ‘Calcutta Football League (B)’-র উপর ক্লিক করতে হবে। তিন নম্বরে দেখাবে ‘East Bengal FC Wari AC’। তাতে ক্লিক করতে হবে। এবার নিজের পছন্দসই প্যাক বেছে নিন। সেটার উপর ক্লিক করুন। ‘Buy’ করতে হবে। ‘Make Payment’-তে ক্লিক করুন। তারপর ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিয়ে দিন। তাহলেই ইস্টবেঙ্গল বনাম ওয়ারি অ্যাটলেটিক ক্লাবের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। অর্থাৎ সরাসরি দেখতে পাবেন ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।