কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে বড় জয় ইস্টবেঙ্গলের। যে ফুটবল খেলল এদিন ইস্টবেঙ্গলের যুব দল, তা দেখে অনেক লালহলুদ সমর্থকই বলছেন আইএসএলে অনেক তারকা ফুটবলারকে বসিয়ে যদি এই আমনদেরই শুরু থেকে কার্লোস কুয়াদ্রাত ম্যাচে নামান, তাহলে অনেক ম্যাচেই ইস্টবেঙ্গল হাসতে হাসতে জিতবে। প্রসঙ্গত, বেঙ্গালুরুর বিপক্ষে আইএসএলের আওয়ে ম্যাচে একদমই জমাট বাঁধেনি ইস্টবেঙ্গলের মাঝমাঠ। তেমন নজরে আসেনি সৌভিক, মাহেশদের পারফর্মেন্স। পরের দিকে জেসিন,ক্লেইটন নেমে খেলায় গতি এসেছিল। এদিকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিনো জর্জের ইস্টবেঙ্গেল। তাঁরা ৫-০ গোলে হারিয়ে দিল সুরুচি সঙ্ঘকে।
আরও পড়ুন-৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…
প্রথমার্ধেই চার গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকে যে দাপটে ফুটবল লালহলুদ ফুটবলাররা এদিন খেললেন তা অনেকদিন মনে রাখবেন সমর্থকরা। কলকাতা লিগ হলেও এদিন আমন, হিরাদের খেলা ছিল চোখে লাগার মতো। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আমন সিকে জেসিনের বাড়ানো পাস থেকে বল ধরে গোল করে যান।
১১ মিনিটেই ফের এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর শট একটুর জন্য বাইরে যায়। ১৭ মিনিটে ব্যবধান ২-০ করে লালহলুদ। এবার জেসিনের সাজিয়ে দেওয়া বল থেকে গোল করেন সেই পিভি বিষ্ণু, সুপার সিক্সের ম্যাচে ব্যাক টু ব্যাক গোল করলেন বিষ্ণু।
ম্যাচের ২৬ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ইস্টবেঙ্গল। এবার ম্যাচের তৃতীয় গোলস্কোরার হিসেবে স্কোরশিটে নাম তোলেন জেসিন টেকি। বিষ্ণুর বাড়ানো বল বক্সের ভিতর সায়নের কাছে আসে, তিনি ফাঁকা গোলের সামনে বল সাজিয়ে দেন জেসিনকে উদ্দেশ্য করে। মাটিতে পড়ে গেলেও,সেই অবস্থাতেই গোল তুলে নেন জেসিন।
৪১ মিনিটে আবারও গোল। ফের ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে যান আমন সিকে। এবার সায়ন ব্যানার্জি বামপ্রান্ত থেকে বল নিয়ে অনেকটা ঢুকে পাস বাড়ান আমনকে উদ্দেশ্য করে। দৌড়ে এসে সেই বল গোলে জড়িয়ে দেন আমন, প্রথমার্ধেই লালহলুদ এগিয়ে যায় ৪-০ গোলে।
৭৩ মিনিটে আবারও গোলের সংখ্যা বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। এবার প্রায় ৩০ গজ দুর থেকে আগুয়ান গোলরক্ষকের দৌলতে ফাঁকা গোল পেয়ে বল জালে জড়িয়ে দেন রোশল। ব্যবধান ৫-০ হয় লালহলুদের। শেষ পর্যন্ত এই স্কোরলাইন বজায় রেখেই মাঠ ছাড়ে বিনো জর্জের ছেলেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।