বাংলা নিউজ > ময়দান > এক বছর পরে কোর্টে ফিরেই জয় তুলে নিলেন সেরেনা, উইম্বলডনের আগে বাড়ল আত্মবিশ্বাস

এক বছর পরে কোর্টে ফিরেই জয় তুলে নিলেন সেরেনা, উইম্বলডনের আগে বাড়ল আত্মবিশ্বাস

জয়ের পরে সেরানা। ছবি এপি (AP)

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে উইম্বলডন খেলতে নামবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসজয়ী তারকা।

প্রায় একবছর পরে কোর্টে ফিরেই জয় তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ডাবলসে জয় পেলেন তিনি।

উইম্বলডনের এই প্রস্তুতি টুর্নামেন্টে তিউনিশিয়ার ওনস জাবেউরকে সঙ্গী করে কোর্টে নামেন মার্কিন টেনিস স্টার। প্রথম রাউন্ডে তাঁরা পরাজিত করেন স্পেনের সারা সরিবেস তোরনো ও চেক প্রজাতন্ত্রের মেরি বউজকোভা জুটিকে।

যদিও নিতান্ত সহজে জয় আসেনি সেরেনাদের। রীতিমতো ঘাম ঝরাতে হয় তাঁদের। প্রথম সেট ২-৬ গেমে হেরে বসেন সেরেনারা। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। ১৩-১১ ব্যবধানে সুপার টাইব্রেক জিতে ম্যাচ পকেটে পোরেন উইলিয়ামস-জাবেউর।

আরও পড়ুন:- ফাইনালে হারতেই কোর্ট থেকেই কোচের উপর চিৎকার করে উঠলেন মেদভেদেভ! ভাইরাল হল ভিডিয়ো

ইস্টবোর্নের এই জয়ের অর্থ, উইম্বলডনের আগে অন্তত আরও একটি ম্যাচে কোর্টে নামার সুযোগ পাবেন সেরেনা। সুতরাং, আরও একটা ম্যাচ প্র্যাক্টিস সেরে তবেই ঘাস কোর্ট মেজর খেলতে নামবেন উইলিয়ামস।

আরও পড়ুন:- Rafael Nadal: ফরাসি ওপেনে নজিরগড়া জয়ের পর ফের সুখবর, বাবা হতে চলেছেন নাদাল

উইম্বলডনের মূলপর্বের খেলা শুরু হবে সোমবার। এবছর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে সিঙ্গলস খেলতে নামার কথা সেরেনার। গত বছর উইম্বলডনেই শেষবার কোর্টে নেমেছিলেন তিনি। সেবার প্রথম রাউন্ডের ম্যাচেই চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন