ওভারের প্রথম ৫টি বলে পরপর ৫টি ছক্কা হাঁকালে যে কোনও ব্যাটসম্যান চাইবেন যুবরাজ সিংদের এক ওভারের ছয় বলে ৬টি ছয় মারার রেকর্ড ছুঁতে। যদিও অল্পের জন্য সেই কৃতিত্ব অর্জন করা সম্ভব হল না বলজিৎ সিংয়ের। তিনি ওভারের প্রথম ৫টি বলে পরপর ৫টি ছক্কা মারেন। তবে ওভারের শেষ বল বাউন্ডারির বাইরে পাঠানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। শেষ বলে ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
ইউরোপীয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে ইতালি। কার্তামা ওভালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইতালি। ম্যাচের প্রথম ওভারেই ওপেনার আমির শরিফ আউট হলে তিন নম্বরে ব্যাট করতে নামেন বলজিৎ সিং। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সুইজারল্যান্ডের অর্জুন বিনোদ। সেই ওভারের প্রথম ৫টি বলে পরপর ৫টি ছক্কা মারেন বলজিৎ। শেষ বলে ১ রান নেন তিনি। মোট ৩১ রান ওঠে সেই ওভারে।
রাজমনি সিংয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ১০২ রান যোগ করেন বলজিৎ। শেষমেশ ৬৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ২০ বলের ইনিংসে ৩টি চার ও ৯টি ছক্কা মারেন বলজিৎ।
রাজমনি ৪৩ রান করে আউট হন। ১৮ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৬টি ছক্কা মারেন। এছাড়া উমর গুজ্জর ৫টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩৪ ও জৈন নাকভি ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করেন। ইতালি টি-১০ ক্রিকেটে ৫ উইকেটের বিনিময়ে ১৭৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে সুইজারল্যান্ড নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮৩ রানে আটকে যায়। নূরখান আহমেদি ১৯ ও আসাদ মেহমুদ ১৬ রান করেন। ৭ রানে ৪টি উইকেট নেন সিকন্দর আব্বাস। ইতালি ৯২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।