বাংলা নিউজ > ময়দান > Edgbaston Racism during IND vs END: 'Curry C****, Smell P****', এজবাস্টনে ভারতীয়দের সঙ্গে ‘নোংরামি’ ইংরেজদের

Edgbaston Racism during IND vs END: 'Curry C****, Smell P****', এজবাস্টনে ভারতীয়দের সঙ্গে ‘নোংরামি’ ইংরেজদের

এজবাস্টনে ‘বর্ণবিদ্বেষমূলক’ আক্রমণের ছবি পোস্ট এক ভারতীয় সমর্থকের (বাঁদিকে), গ্যালারিতে সমর্থকরা (ডানদিকে, সৌজন্যে রয়টার্স)

Edgbaston Racism during IND vs END: সোমবার ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের শেষের দু'ঘণ্টায় গ্যালারির একটি অংশে ইংরেজদের বিরুদ্ধে ‘অসভ্যতার’ অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের অভিযোগ, তাঁদের উদ্দেশ্য করে ইংরেজ সমর্থকরা চূড়ান্ত কটূ শব্দ ব্যবহার করছিলেন।

এজবাস্টনে 'বর্ণবিদ্বেষমূলক আক্রমণ' নিয়ে মুখ খুললেন ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক। সম্প্রতি বর্ণবিদ্বেষের অভিযোগ নিয়ে ইংল্যান্ড বোর্ডকে নাড়িয়ে দেওয়া রফিক আক্ষেপ করে বলেন, এটা অত্যন্ত হতাশাজনক।

সোমবার ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের চতুর্থ দিনের শেষের দু'ঘণ্টায় গ্যালারির একটি অংশে ইংরেজদের বিরুদ্ধে ‘অসভ্যতার’ অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের অভিযোগ, তাঁদের উদ্দেশ্য করে ইংরেজ সমর্থকরা চূড়ান্ত কটূ শব্দ ব্যবহার করছিলেন। গালিগালাজ করা হচ্ছিল বর্ণবিদ্বেষমূলক আক্রমণ করছিলেন ‘সভ্য’ ইংরেজ সমর্থকরা। বিষয়টি নিয়ে একাধিকবার নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: Racism During Eng Vs Ind: ‘সভ্য’ ব্রিটিশদের ‘অসভ্য কীর্তি’, এজবাস্টনে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় সমর্থকরা, শুরু হল তদন্ত

ভারতীয় সমর্থকদের সেই অভিযোগের পর ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার রফিক লেখেন, ‘এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।’ সেই টুইটের সঙ্গে একটি লিঙ্কও জুড়ে দেন। কীভাবে 'বর্ণবিদ্বেষের' শিকার হয়েছেন ভারতীয় সমর্থকরা, সেই সংক্রান্ত একাধিক টুইট রিটুইট করেন। ভারতীয় সমর্থকদের অভিজ্ঞতার টুইটও রিটুইট করেন প্রাক্তন ক্রিকেটার।

ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিকের টুইট।
ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিকের টুইট।

রফিকের টুইটের প্রেক্ষিতে এজবাস্টনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের তরফে বলা হয়, 'এটা পড়ে আমরা অত্যন্ত দুঃখিত। কোনওভাবেই আমরা এরকম আচরণ বরদাস্ত করি না। আমরা যত দ্রুত সম্ভব, এই ঘটনার তদন্ত করব।' পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এজবাস্টন। ’ সঙ্গে ইংল্যান্ড বোর্ডের তরফে বলা হয়, ‘আজ টেস্ট ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। আমরা এজবাস্টনের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন। ক্রিকেটে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই।’

বন্ধ করুন