শুভব্রত মুখার্জি: কিছু 'কঠিন' তিরস্কার করার পরেও তাঁর দলের ক্রিকেটাররা যে ভাবে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন, তাছে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে বাজে ভাবে হারের পরে ড্রেসিংরুমে এলগারের 'কঠিন' তিরস্কারের সাক্ষী থেকেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তার পরেই কার্যত গোটা দলের পারফরম্যান্স বদলে যায়। কাগিসো রাবাডার মতন অভিজ্ঞ পেসারের পারফরম্যান্সের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। আর দলের এই মনোভাবেই যে তিনি অত্যন্ত খুশি, তা সিরিজ জয়ের পরে জানাতে ভুললেন না এলগার।
০-১ ফলে পিছিয়ে থেকেও, তিন টেস্টের সিরিজে তাঁর দল যে ভাবে ২-১ ফলে জিততে সমর্থ হল, তাতে অভিভূত এলগার। ১১৩ রানের বড় ব্যবধানে প্রথম টেস্ট হারের পরে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দল ৭ উইকেটে জয়লাভ করে। এই জয় প্রসঙ্গে বলতে গিয়ে এলগার বলেন, ‘আমাদের দলে একেবারে নবীন এবং ট্যালেন্টেড গ্রুপ রয়েছে। অভিজ্ঞতার খুব অভাব রয়েছে। তবে এই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি। প্রতিদিন আমরা উন্নতি করছি।’
এর পর তিনি যোগ করেছেন, ‘আমাদের গ্রুপে কোনও বড় নাম নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একেবারেই অবিশ্বাস্য যে কী ভাবে অভিজ্ঞতাহীন একটা গ্রুপ এক সাথে একত্রিত হয়ে খেলেছে। এটা একটা সঠিক ইউনিট বলা চলে। এটা একটা দলগত জয়। ভবিষ্যতে বিশ্বে এক নম্বর দল হতে গেলে সেরাদের সাথে তোমাকে খেলতে হবে। তাদেরকে হারাতে হবে। আমি কিছু সিনিয়র ক্রিকেটারকে কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম। তা তারা পূরণ করতে সমর্থ হয়েছে। আমি পুরনো ভাবধারার মানুষ, যার মধ্যে কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে।’