বাংলা নিউজ > ময়দান > সেমিফাইনালে 'ব্যাটার' হিসেবে খেলতে পারেন চোটগ্রস্ত পেরি, জানালেন অজি কোচ

সেমিফাইনালে 'ব্যাটার' হিসেবে খেলতে পারেন চোটগ্রস্ত পেরি, জানালেন অজি কোচ

এদিস পেরি (AFP)

অস্ট্রেলিয়া দলের হেড কোচ ম্যাথু মট অবশ্য জানিয়ে দিলেন সেমিফাইনালে বল করার জায়গাতে না থাকলেও তিনি ব্যাটার হিসেবে খেলবেন।

শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডের মাটিতে চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে অনেক আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছিলেন মেগ ল্যানিং বাহিনী। তবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হলেও একটু অস্বস্তির জায়গা রয়েছে। তাদের স্টার অলরাউন্ডার এদিস পেরির চোট যথেষ্ট ভাবাচ্ছে। পিঠের চোটে বেশ সমস্যায় রয়েছেন তিনি। এই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দলের হেড কোচ ম্যাথু মট অবশ্য জানিয়ে দিলেন সেমিফাইনালে বল করার জায়গাতে না থাকলেও তিনি ব্যাটার হিসেবে খেলবেন।

মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা চলাকালীন তিনি বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন। শুক্রবার বাংলাদেশ ম্যাচে ও তিনি খেলেননি। গ্রুপ পর্বে অপরাজিত থেকে একেবারে শীর্ষে শেষ করে অজিরা। বুধবার অথবা বৃহস্পতিবার তারা তাদের সেমিফাইনাল ম্যাচ খেলবেন। তার আগে মট জানিয়েছেন 'পেরি অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। খেলার মাঠে তাকে ফিরতে গেলে এই প্রোটোকলগুলো মানতেই হবে। কিছু ক্রাইটেরিয়া ওকে পূরণ করতে হবে। ওর সেরা পারফরম্যান্স করতে গেলেও এটা জরুরি।'

তিনি আরও যোগ করেন 'বিষয়টি যদিও আইডিয়াল হবে না তবে এটা বলতে পারি দলের জন্য এঅজন ব্যাটার হিসেবেও ওকে (পেরি) খেলানোর বিষয়ে আমরা ভাবনা চিন্তা করব। দল নির্বাচন নিয়ে একটা মাথাব্যথা থাকবে নিঃসন্দেহে। তবে বিষয়টা আমাদের পজিটিভলি দেখতে হবে। ওর চোটেল ম্যানেজমেন্টে আমরা যথেষ্ট যত্নশীল হয়ে দেখছি। হাতে এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে আশা করি পেরি সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন