খেলার মাঠে অদ্ভুত সব ঘটনার সাক্ষী থেকেছেন ক্রীড়াপ্রেমীরা। তবে ক্রিকেটের ময়দানে এমন হাস্যকর ঘটনা দেখা গিয়েছে খুব কমই। ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে মার্টিন হিউজ যে কাণ্ড ঘটালেন, তার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা করা মুশকিল।
আসলে সাউথএন্ড সিভিক ক্রিকেট ক্লাবের এই খেলোয়াড় ব্যাট হাতে মাঠে নেমে পড়েন প্যাড ছাড়াই। বেমালুম ভুলে গিয়েছিলেন যে, তিনি প্যাড পরেননি। মিডল স্টাম্প গার্ড নেওয়ার জন্য যখন আম্পায়ারের সাহায্য নিচ্ছেন মার্টিন, তখন প্রতিপক্ষ দলের উইকেটকিপার বিষয়টি নজরে আনেন হিউজের।
নিজের ভুল বুঝতে পেরে তিনি দৌড়ে সাজঘরে ফিরে যান প্যাড পরার জন্য। যা দেখে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তো বটেই, এমনকি নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যান এবং আম্পায়ারও হেসে লুটিয়ে পড়ার উপক্রম।
অদ্ভুত বিষয় হল, মাঠে ঢোকার সময় মার্টিন এমনভাবে হাঁটছিলেন, যেন তিনি প্যাড পরে রয়েছেন। আরও একটি অদ্ভুত বিষয় নজরে আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিয়োয়। আসলে মার্টিন যখন মাঠে ঢুকছিলেন, আম্পায়ার ব্যস্ত ছিলেন ফোনে কথা বলতে।
আরও পড়ুন:- চাটার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারতীয় দল, খরচ শুনলে চমকে যাবেন!
স্বাভাবিকভাবেই মার্টিনের কাণ্ড নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। মজাদার সব কমেন্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া।