আনুষ্ঠানিকভাবে প্যারিসে ভারতের প্যারালিম্পিক অভিযান শেষ হল। ২৮ অগস্ট থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা, শেষ হল ৮ সেপ্টেম্বর। এবছর সব রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ২০২৪ প্যারালিম্পিকে ভারত মোট ২৯টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ৷ প্যারিস ২০২৪ প্যারালিম্পিক্সে পদক সংখ্যার নিরিখে সবচেয়ে সফল ভারতের, যা টোকিও ২০২০-এ প্রাপ্ত ১৯টি মেডেল অর্জনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে৷ টোকিওতে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছিল। প্যারিসে ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড তারকাদের পারফরম্যান্স নজর কেড়েছে। সৃষ্টি হয়েছে অনেক নতুন রেকর্ড। অনেক বিভাগে প্রথবার পদক জয় করে নজির সৃষ্টি করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।
অন্যদিকে, ভারতীয় অ্যাথলেটিক্স দল প্যারিস প্যারালিম্পিক্সে ১৭টি পদক জিতে এক রেকর্ড সৃষ্টি করেছে। টোকিওতে আগের সংস্করণে ৮টি পদক জয় করেছিল ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটরা। ইতিহাসে প্রথমবার ভারত ট্র্যাক ইভেন্টে পদক জিতেছে। এই বিভাগে ভারতের হয়ে জোড়া পদক যেতেন প্রীতি পাল। মহিলাদের টি-৩৫ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি, ফাইনালে দৌড় শেষ করেছিলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। প্যারালিম্পিক্সের স্প্রিন্টে এটাই ভারতের প্রথম পদক প্রাপ্তি। এছাড়াও ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পদক পান তিনি, দৌড় শেষ করেছিলেন ৩০.০১ সেকেন্ডে। অন্যদিকে, জ্যাভলিনের পুরুষদের F-৬৪ ইভেন্টে সুমিত অ্যান্টিল ও F-৪১ ইভেন্টে নবদীপ সিং সোনার পদক জয় করেন।
সবমিলিয়ে ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ইতিহাস সৃষ্টি ভারতের। এই জয়ের ফলে আরও অনেকে ক্রিকেট ও ফুটবলের বাইরেও অন্যান্য খেলার প্রতি আগ্রহ প্রকাশ করবেন বলে আশাবাদী ক্রীড়াবিদরা। ভারতের প্যারালিম্পিক্সের ক্রীড়াবিদরা যেই ভাবে নিজেদের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজেদের সেরাটা দেশের জন্য দিয়েছেন তা প্রশংসনীয়। প্রসঙ্গত, সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া ও পতাকা বহন করার দায়িত্ব পেয়েছেন তিরন্দাজিতে সোনার পদক জয়ী হরবিন্দর সিং ও স্প্রিন্টে জোড়া পদক জয়ী প্রীতি পাল। কিছুদিন আগেই সিডিএম সত্যপ্রকাশ সাংওয়ান সেই বিষয়ে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে ছিলেন। আশা করা হচ্ছে আগামী প্যারালিম্পিক্স সহ অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদরা আরও ভালো প্রদর্শন করবেন এবং আরও বেশি মেডেল জয় করবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।