বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS U19 World Cup: লো স্কোরিং ম্যাচে অজিদের ৩ রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, সামনে ভারত

ENG vs AUS U19 World Cup: লো স্কোরিং ম্যাচে অজিদের ৩ রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, সামনে ভারত

অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠল ইংল্যান্ড (ছবি-আইসিসি টুইটার)

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। এর সঙ্গে, এখন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি রবিবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল এবং ভারতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। এর সঙ্গে, এখন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি রবিবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল এবং ভারতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই দিন প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছিল ভারত। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচে দুই দলের পারফরম্যান্স।

আরও পড়ুন… Ind vs NZ U19 World Cup: আগে অনুশীলন পরে জন্মদিন সেলিব্রেশন- ফাইনালে উঠে সাফ কথা শেফালির

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৯ রান তোলে ইংল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৫ রান করেন অ্যালেক্সা স্টোনহাউস। অস্ট্রেলিয়ার সামনে ১০০ রানের টার্গেট দিয়েছিল ব্রিটিশরা। সহজ লক্ষ্য তাড়া করতে মাঠে নামা অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে পারে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যামি স্মিথ। ইংল্যান্ডের হয়ে হান্না বেকার নেন ৩টি উইকেট।

ইংলিশ দলের উইকেট পতন তৃতীয় ওভার থেকেই শুরু হয়ে শেষ পর্যন্ত চলতে থাকে। দলের সাত ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। স্টোনহাউস ৩৩ বল মোকাবেলা করে দুই চারের সাহায্যে ২৫ রান করেন। এ ছাড়া ক্যাপ্টেন গ্রেস স্ক্রাইভেনস ১০০ স্ট্রাইক রেটে ২০ বলে ২০ রান করতে সক্ষম হন।

আরও পড়ুন… সচিন না কোহলি, জানেন কি শুভমনের আদর্শ কে? গিলের উত্তর শুনলে অবাক হবেন

সহজ টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দলকে শুরুতেই বিপর্যস্ত দেখাচ্ছিল। প্রথম ওভারে কেট পেলেকে চার রানে আউট করার পর দ্বিতীয় ওভারে চার রানের মধ্যেই দ্বিতীয় উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। সিয়েনা জিঞ্জারের শূন্য রান করে সাজঘরে ফেরেন। ক্লেয়ার মুর (২০) এবং অ্যামি স্মিথ (২৬) দলকে সমস্যা থেকে বের করে আনেন। স্মিথ ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করেন এবং ২৬ বলে ২৬ রান করেন এদিনের ইনিংসে তিনি তিনটি চার মারেন। এদিন অস্ট্রেলিয়ার আটজন ব্যাটার এক অঙ্কের স্কোর করেই আউট হয়ে যান। যার মধ্যে আবার তিন জন শূন্য রান করেই সাজঘরে ফিরেছিলেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে তিন রানে হারতে হয় অজিদের। এদিনের জয়ের ফলে ভারতের সামনে এবার ইংল্যান্ডের মেয়েরা। কেন না প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন