বাংলা নিউজ > ময়দান > ENG vs IND: ভারতের বিরুদ্ধেও আমরা আগ্রাসীভাবেই খেলব, টেস্ট শুরুর আগেই হুঙ্কার বেন স্টোকসের

ENG vs IND: ভারতের বিরুদ্ধেও আমরা আগ্রাসীভাবেই খেলব, টেস্ট শুরুর আগেই হুঙ্কার বেন স্টোকসের

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি- এপি। (AP)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইওয়াশ করেছে ইংল্যান্ড।

১ জুলাই থেকে ভারতের বিরুদ্ধে গত বছরের সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচটি খেলতে নামবে ইংল্যান্ড। তার আগেই বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের শিখরে ইংল্যান্ড দল। কিউয়িদের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়ে ইংল্যান্ড দলের মধ্যে সবথেকে লক্ষ্যণীয় বিষয়টি হল তাদের আগ্রাসী ব্যাটিং।

নতুন অধিনায়ক-কোচ বেন স্টোকস-ব্র্যান্ডন ম্যাকালাম যুগের শুরুটা দারুণভাবে করেছে ইংল্যান্ড। প্রতিটি টেস্টেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও না কোনও সময় চাপে ছিল ইংল্যান্ড। তবে প্রতিবারই তাদের আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটিং করাটাই দলকে উতরে দেয়। তিন ম্যাচেই আগ্রাসী ব্যাটিং করে বেশ বড় রান সফলভাবে তাড়া করে ম্যাচ জেতে স্টোকসের দল। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টেও যে এই ‘উইনিং ফর্মুলা’ বদলের কোনও সম্ভাবনা নেই, সেই কথা আগেভাগেই সাফ করে দিলেন ইংল্যান্ড অধিনায়ক।

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শেষে স্টোকস জানান, ‘আমি কথা দিচ্ছি যে প্রতিপক্ষ বদল হলেও আমাদের খেলার ধরনে কোনওরকম বদল ঘটবে না। আমি দলের দায়িত্ব নিয়ে সবার আগে আমার খেলোয়াড়দের টেস্ট ক্রিকেট খেলার মানসিকতা বদলের জন্য সচেষ্ট ছিলাম। দেশের জার্সিতে খেলাটা যাতে ওরা উপভোগ করে, সেটা সুনিশ্চিত করা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এটা করতে পারলে ফলাফল এমনিই পাব। তবে এত দ্রুত যে দলের সবাই এটা (আগ্রাসী খেলার ধরনটা) এত দ্রুত মানিয়ে নেবে, সেটা বুঝতে পারিনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন