১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছরের সিরিজের অবশিষ্ট পঞ্চম টেস্ট খেলতে মাঠে নামবে ভারতীয় দল। তার আগেই রবিবারই (২৬ জুন) শেষ হয়েছে ভারতের অনুশীলন ম্যাচ। লেস্টারশায়ারের বিরুদ্ধে সেই ম্যাচ শেষমেশ ড্রই হয়েছে। এবার এই অনুশীলন ম্যাচে নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় কোচের মতে ভারত-ইংল্যান্ড মাত্র একটিই টেস্ট খেলায় চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবে লেস্টার বিরুদ্ধে বেশ ভালই প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। দ্রাবিড় লেস্টারের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মাঠটা বেশ ভালই এবং আমাদের গোটা সপ্তাহ জুড়ে প্রস্তুতিটা ভালই হয়েছে। (অনুশীলন ম্যাচ) ইংলিশ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেয়। ইংল্যান্ডে এসে খেলাটা সবসময়ই কঠিন। তার ওপর শুধু একটাই অনুশীলন ম্যাচ খেলেছি আমরা। বিশেষ করে সিরিজে মাত্র একটি ম্যাচ থাকলে, প্রথম দিন থেকেই তো নিজেদের সেরাটা দিতে হয়, তাই চ্যালেঞ্জটা বেড়ে যায়।’
অনুশীলন ম্যাচে শেষদিনে ৩৭৬ রান তাড়া করতে নেমে লেস্টার চার উইকেটের বিনিময়ে ২১৯ রানের বেশি এগোতে পারেনি। দিনের শুরুতেই ভারতীয় দল তাদের আগের রাতের স্কোর ৩৬৪ রানেই ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদজো ৫৬ এবং শ্রেয়স আইয়ার ৬২ করার পাশাপাশি রানে ফেরেন বিরাট কোহলিও। তিনি ৬৭ রান করেন। তিন তারকার এই অর্ধশতরান টেস্ট সিরিজের আগে কিন্তু ভারতীয় দলের জন্য বড় সুখবর। ‘’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।