বাংলা নিউজ > ময়দান > ENG vs IND: ইংলিশ ক্রিকেটের ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি

ENG vs IND: ইংলিশ ক্রিকেটের ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি

১৭ বছরের পুরান রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি (ছবি:এপি) (AP)

১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি। পল কলিংউডকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ডের এই পেস বোলার। এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে সেরা বোলিং ফিগারের ব্যাক্তিগত রেকর্ডটি ছিল পল কলিংউডের নামে। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানে ৬ উইকেট শিকার করে এই রেকর্ড গড়েছিলেন কলিংউড।

১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি। পল কলিংউডকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ডের এই পেস বোলার। এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে সেরা বোলিং ফিগারের ব্যাক্তিগত রেকর্ডটি ছিল পল কলিংউডের নামে। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানে ৬ উইকেট শিকার করে এই রেকর্ড গড়েছিলেন কলিংউড। প্রায় ১৭ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন টপলি।

আরও পড়ুন… ‘আরাম করতে হলে IPL-এ করুন,’ কোহলির প্রসঙ্গে আবার মুখ খুললেন কপিল দেব 

বৃহস্পতিবার লর্ডসে ভারতীয় দলের বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার রিস টপলি। ভারত বনাম ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১০০ রানের বড় জয় পেয়েছে জোস বাটলাররা। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিস টপলি। এদিনের পারফরমেন্সের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। এদিন রিস টপলি ৯.৫ ওভার বল করে ২৪ রান খরচ করে ছয়টি উইকেট তুলে নিয়েছেন। এদিনের ম্যাচে ২টি মেডেনও নিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন… ‘আরাম করতে হলে IPL-এ করুন,’ কোহলির প্রসঙ্গে আবার মুখ খুললেন কপিল দেব

টি-টোয়েন্টি সিরিজ থেকে এখন ওয়ানডে সিরিজ রোহিত শর্মাদের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন ৬.৭ ফুটের এই ইংলিশ বোলার। এ দিন রিস টপলির বলে আউট হয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব সহ মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণ। ভারতের বিরুদ্ধে এদিন দুরন্ত বোলিং করে বেশকিছু নতুন রেকর্ড গড়েছেন রিস টপলি। তার মধ্যে কলিংউডের রেকর্ড ভাঙায় উল্লেখযোগ্য। এই তালিকায় তিন ও চার নম্বরে রয়েছেন ক্রিস ওকস। পাঁচ নম্বরে রয়েছেন মার্ক এলহাম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন