মিলেমিশে একাকার হয়ে গেল বৃত্তটা। লর্ডসে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকল ক্রীড়াবিশ্ব। ইংল্যান্ড ক্রিকেট দল যখন কোনও কিউয়ি কোচের অধীনে প্রথমবার খেলতে নামে, প্রথম ম্যাচেই ব্রিটিশদের বিরুদ্ধে শতরান করেন অপর এক কিউয়ি তারকা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, লর্ডসে শতরানকারী সেই কিউয়ি ক্রিকেটারের পিতাও একদা ইংল্যান্ডের কোচ ছিলেন। তবে ক্রিকেট দলকে নয়, বরং ইংল্যান্ডের রাগবি দলকে কোচিং করিয়েছেন তিনি।
ইংল্যান্ডের হেড কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাকালামের অভিযান শুরু হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করলেন ডারিল মিচেল। কাকতলীয় বিষয় হল, ডারিলের পিতা জন মিচেল ছিলেন ইংল্যান্ডের রাগবি দলের ডিফেন্স কোচ।
আরও পড়ুন:- ENG vs NZ: লর্ডসে ব্রিটিশ ঔদ্ধত্যে কালি ছেটাচ্ছে নিউজিল্যান্ড, বেকায়দায় স্টোকসরা
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন ডারিল মিচেল। ২০৩ বলের ইনিংসে তিনি ১২টি চার মারেন। যদিও নিশ্চিত শতরান হাতছাড়া করেন টম ব্লান্ডেল। তিনি ব্যক্তিগত ৯৬ রানের মাথায় আউট হয়ে বসেন।
আরও পড়ুন:- ENG vs NZ: লর্ডসে প্রথম ৭৬ ওভারে পড়ল ১৭ উইকেট! এবার বাজে পিচ নয়? খোঁচা নেটিজেনদের
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের ৯ রানের খামতি মিটিয়ে তারা ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে স্টুয়ার্ট ব্রড ও ম্যাথিউ পটস ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ১টি উইকেট নিয়েছেন ম্যাট পারকিনসন।