কে বলে টি-২০ ক্রিকেটেই শুধু উদ্ভাবনী শট দেখা যায়? বরং আধুনিক ক্রিকেটে টেস্টের আঙিনাতেও এখন প্রায়শই টি-২০ সুলভ নিত্যনতুন শট খেলে রান সংগ্রহ করতে দেখা যায় ব্যাটসম্যানদের।
টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের মতো বোলারকে ঋষভ পন্তের রিভার্স স্যুইপ মারা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। তবে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে জো রুট যেটা করলেন, টেস্টের ইতিহাস ঘেঁটেও তার নমুনা খুঁজে বার করা মুশকিল।
ম্যাচের চতুর্থ দিনে চাপের মুখে দৃষ্টিনন্দন একটি শটে ছক্কা হাঁকিয়ে রুট চমকে দেন সকলকে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২২তম ওভারে ওয়াগনারের বলে রিভার্স স্কুপ মারেন রুট। বল উড়ে যায় গ্যালারিতে।
হেডিংলে টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় নিউজিল্যান্ড, যা পিচ ও পরিস্থিতির নিরিখে মোটেও সহজ নয়। তার উপর ৫১ রানের মধ্যে দুই ওপেনার অ্যালেক্স লিস (৯) ও জ্যাক ক্রাউলির (২৫) উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
আরও পড়ুন:- ENG vs NZ: ইতিহাস গড়লেন ডারিল মিচেল! প্রথম কিউয়ি ক্রিকেটার হিসাবে এমনটা করলেন
এমন চাপের মুখে রুটের মতো সিনিয়র ব্যাটসম্যানের সতর্ক হয়েই ব্যাট করা উচিত। তবে জো রুট এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী, সেটাই বোঝা যায় তাঁর এই শটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।