বাংলা নিউজ > ময়দান > ভাঙা পা নিয়ে এগিয়ে এলেন অনুরাগী, প্লাস্টারেই অটোগ্রাফ দিয়ে মন জিতলেন ওয়াগনার

ভাঙা পা নিয়ে এগিয়ে এলেন অনুরাগী, প্লাস্টারেই অটোগ্রাফ দিয়ে মন জিতলেন ওয়াগনার

অনুরাগীর পায়ের প্লাস্টারে অটোগ্রাফ ওয়াগনারের। ছবি- টুইটার।

লর্ডস টেস্টের সময় গ্যালারির এর সমর্থককে নিজের প্যাডজোড়া উপহার দিয়েছিলেন কিউয়ি তারকা।

ভাঙা পায়ে মলম লাগানো বোধহয় একেই বলে। ভাঙা হাড়ের যন্ত্রণা কতটা উপশম হবে বলা মুশকিল, তবে একটা অটোগ্রাফেই ক্ষুদে অনুরাগীকে মানসিকভাবে চাঙ্গা করে তুললেন নেইল ওয়াগনার।

নিউজিল্যান্ডের তারকা পেসার বরাবর অনুরাগীদের সঙ্গে মিলেমিশে যেতে পছন্দ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের সময় এক সমর্থককে নিজের প্যাডজোড়া উপহার দিয়েছিলেন ওয়াগনার। তখন যদি জানতেন যে, হেডিংলেতে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, কিউয়ি তারকা বোধহয় প্যাডজোড়া তুলে রাখতেন ভাঙা পা নিয়ে তাঁর অটোগ্রাফের জন্য এগিয়ে আসা অনুরাগীর জন্য। কেননা প্যাডজোড়া হয়ত এই মুহূর্তে বেশি প্রয়োজন তাঁর।

আসলে হেডিংলের গ্যালারিতে ওয়াগনারকে অটোগ্রাফ দিতে দেখা যায় এক অনুরাগীর ভাঙা পায়ের উপর করা প্লাস্টারে। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের তারকার ক্রিকেটারের আচরণে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:- ENG vs NZ: ভাঙা গেল না রুটের প্রতিরোধ, বেয়ারস্টোর আগ্রাসনে চুনকাম হতে হল কিউয়িদের

হেডিংলে টেস্টে যদিও নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে ইংল্যান্ড। সেই সঙ্গে বেন স্টোকসরা তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেন কিউয়িদের। নিউজিল্যান্ডের ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৬০ রান তোলে। ৩১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে অল-আউট হয়। শেষ ইনিংসে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৯৬ রান সংগ্রহ করে নেয়।

আরও পড়ুন:- WTC Points Table: নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে তাদেরই জায়গা ছিনিয়ে নিল ইংল্যান্ড

দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিয়ে জ্যাক লিচ হেডিংলে টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিন টেস্টে ৩৯৬ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন জো রুট।

বন্ধ করুন