বাংলা নিউজ > ময়দান > ENG vs NZ: টেস্টের ইতিহাসে চূড়ান্ত লজ্জার মুখে নিউজিল্যান্ড, ইংল্যান্ডে অসহায় হাল কেনদের

ENG vs NZ: টেস্টের ইতিহাসে চূড়ান্ত লজ্জার মুখে নিউজিল্যান্ড, ইংল্যান্ডে অসহায় হাল কেনদের

কেন উইলিয়ামসন। (ছবি সৌজন্যে রয়টার্স)

ENG vs NZ: ইংল্যান্ডের কোচ কিউয়ি। ইংল্যান্ডের অধিনায়ক নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। সেই যুগলবন্দির সামনে অসহায় আত্মসমর্পণ করলেন কেন উইলিয়ামসনরা। মাত্র ৪০ ওভারেই ১৩২ রানে অল-আউট হয়ে যান কিউয়িরা। সর্বোচ্চ ৪২ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।

পুরুষদের টেস্ট ইতিহাসে চূড়ান্ত লজ্জার মুখে পড়ল নিউজিল্যান্ড। এই প্রথম কোনও দলের প্রথম চার ব্যাটার (টপ-অর্ডার ব্যাটার) তিন বা কম রানে আউট হয়ে গেলেন। শুধু তাই নয়, মাত্র ৪০ ওভারেই ১৩২ রানে অল-আউট হয়ে যান কিউয়িরা। সর্বোচ্চ ৪২ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।

বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় ওভারের প্রথম বলেই কিউয়িদের ধাক্কা দেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্লিপে উইল ইয়ংয়ের দুর্ধর্ষ ক্যাচ নেন জনি বেয়ারস্টো। এক রান করেন তিনি। নিজের পরের ওভারেই অপর কিউয়ি ওপেনার টম ল্যাথামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অ্যান্ডারসন। ল্যাথামের অবদান ছিল এক রান। 

আরও পড়ুন: কিউয়ি-ইংল্যান্ড প্রথম টেস্টেই অঘটন, মাথায় চোট, কনকাশনে ছিটকে গেলেন ব্রিটিশ তারকা

কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ডেভন কনওয়ে। যিনি গত বছর ২ জুন থেকে শুরু হওয়া টেস্টেই দ্বি-শতরান করেছিলেন। সেই ম্যাচও ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে। বৃহস্পতিবার তিন রান করেন কনওয়ে। তারপর আউট হয়ে যান কেন। ২২ বলে মাত্র দু'রান করেন তিনি। একটা সময় তো নিউজিল্যান্ডের স্কোর সাত উইকেটে ৪৫ রান হয়ে গিয়েছিল। সেখান থেকে কিছুটা মুখরক্ষা করেন গ্র্যান্ডহোম। ৫০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ২৬ রান করেন টিম সাউদি। ১৬ বলে ১৪ রান করেন ট্রেন্ট বোল্ট।

বন্ধ করুন