বাংলা নিউজ > ময়দান > ENG vs PAK: T20 যেন! ১৪ ওভারে হল ১০৩ রান - টেস্টের ইতিহাসে নজির ইংল্যান্ডের, চাপে পাকিস্তান

ENG vs PAK: T20 যেন! ১৪ ওভারে হল ১০৩ রান - টেস্টের ইতিহাসে নজির ইংল্যান্ডের, চাপে পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী শুরু ইংল্যান্ডের। (ছবি সৌজন্যে এপি)

England vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ১৩.৪ ওভারেই ইংল্যান্ডের স্কোর ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ১৪ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০৩ রান। অর্থাৎ রানরেট ছিল ৭.৩৫। যে রানরেট টি-টোয়েন্টিতে থাকলেও স্বস্তিবোধ করবে যে কোনও দল।

রাওয়ানপিণ্ডিতে টেস্ট চলছে নাকি টি-টোয়েন্টি? খেলোয়াড়দের রঙিন জার্সি পরিয়ে একঝলক দেখলে তা বুঝতে রীতিমতো মাথা চুলকাতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ইংরেজ ওপেনাররা খেলছেন, তা স্রেফ অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে অবিশ্বাস্য নজিরও তৈরি হয়েছে।

বৃহস্পতিবার প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুর্ধর্ষ শুরু করেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। ১৩.৪ ওভারেই ইংল্যান্ডের স্কোর ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। যা পুরুষদের টেস্টের ইতিহাসে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম দলগত শতরান (২০০১ সাল থেকে)। ১৪ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০৩ রান। অর্থাৎ রানরেট ছিল ৭.৩৫। যে রানরেট টি-টোয়েন্টিতে থাকলেও স্বস্তিবোধ করবে যে কোনও দল।

আরও পড়ুন: England vs Pakistan 1st Live Updates - এখানে দেখুন ম্যাচের লাইভ আপডেট, স্কোর-সহ যাবতীয় তথ্য

পরিসংখ্যান অনুযায়ী, ইনিংসের প্রথম ১৪ ওভারে ইংরেজ ওপেনাররা যে ১০৩ রান করেছেন, তা যে কোনও টেস্টের প্রথম ইনিংসের এই পর্যায়ে সর্বোচ্চ রান (যেখানে প্রতিটি বলের তথ্য আছে, ১৯৯৯ সালের সব টেস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অধিকাংশ টেস্ট বিবেচনা করে)। 

আরও পড়ুন: ৬,৬,৬,০,৬,৬: এক ওভারে ৫টি ছক্কায় শাকিবকে চোখে সর্ষে ফুল দেখালেন পুরান

শুধু তাই নয়, প্রথম ২০ ওভারে ইংল্যান্ডের যে স্কোর ছিল, তাও অত্যন্ত চমকপ্রদ। রাওয়ালপিণ্ডিতে ২০ ওভার শেষে ইংরজেদের স্কোর ছিল বিনা উইকেটে ১৪১। যে রানটা গত এক দশকে (বীরেন্দ্র সেহওয়াগ যুগ শেষ হওয়ার পর থেকে) একদিনের ক্রিকেটে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র একবারই তুলতে পেরেছে ভারত। উল্লেখ্য, ২০১৩ সালের ৩ জানুয়ারি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সেহওয়াগ।

টেস্টের ক্রিকেটে দ্রুততম দলগত শতরান (২০০১ সাল থেকে)

  • বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা: ২০০১ সালে ১৩.২ ওভারে ১০০ রান পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
  • ২০১২ সালে মীরপুর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়েছিল।
  • বৃহস্পতিবার (১ ডিসেম্বর, ২০২২) পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডিতে ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ইংল্যান্ড।
  • ২০১২ সালে পার্থে ভারতের বিরুদ্ধে ১৩.৬ ওভারে ১০০ রানের গণ্ডি পার করেছিল অস্ট্রেলিয়া।

পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট

প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৭ ওভারে বিনা উইকেটে ১৭৪ রান। রানরেট ৬.৪৪। ৭৯ বলে ৯১ রানে অপরাজিত ক্রলি। স্ট্রাইক রেট ১১৫.১৮। মেরেছেন ১৭ টি চার। ডাকেট খেলছেন ৭৭ রানে। ৮৫ বল খেলেছেন তিনি। মেরেছেন ১১ টি চার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছত্রাকে ঢাকা, কিলবিল করছে লার্ভা, সেই খাবারই খেতে দেওয়া হল স্কুলের পড়ুয়াদের! বিচারের নামে প্রহসন! ভয়ে চিন্ময় দাসের জন্য সওয়াল করলেন না কেউ, আরও ১ মাস জেলে ঘর বদলাচ্ছেন শনিদেব, বদল আসছে সাড়ে সাতির হিসাবেও! এর কোন পর্যায়ে কী কষ্ট ভোগ হয় কেক, পাউরুটির কারখানা থেকে গ্রেফতার ২৯ সন্দেহভাজন বাংলাদেশি, উদ্ধার আধার কার্ড! রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন দেব গুরু, ৯৭ দিন ধরে টাকার বন্যা হবে এই সব রাশিতে অ্যাডিলেডে ভারতের স্পিনের দায়িত্বে থাকবেন কে? রোহিতকে পরামর্শ দিলেন পূজারা নিম ফুলের মধু-তে কে হবে বাবুর বাবু? পর্ণা-সৃজনের ছেলে নিয়ে হইচই, জানুন পরিচয় গেরুয়া পোশাক, তিলক পরবেন না! জীবন বাঁচাতে বাংলাদেশের সন্ন্যাসীদের আর্জি ইসকনের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ ডিসেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ ডিসেম্বরের রাশিফল

IPL 2025 News in Bangla

CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.