রাওয়ানপিণ্ডিতে টেস্ট চলছে নাকি টি-টোয়েন্টি? খেলোয়াড়দের রঙিন জার্সি পরিয়ে একঝলক দেখলে তা বুঝতে রীতিমতো মাথা চুলকাতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ইংরেজ ওপেনাররা খেলছেন, তা স্রেফ অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে অবিশ্বাস্য নজিরও তৈরি হয়েছে।
বৃহস্পতিবার প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুর্ধর্ষ শুরু করেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। ১৩.৪ ওভারেই ইংল্যান্ডের স্কোর ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। যা পুরুষদের টেস্টের ইতিহাসে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম দলগত শতরান (২০০১ সাল থেকে)। ১৪ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০৩ রান। অর্থাৎ রানরেট ছিল ৭.৩৫। যে রানরেট টি-টোয়েন্টিতে থাকলেও স্বস্তিবোধ করবে যে কোনও দল।
আরও পড়ুন: England vs Pakistan 1st Live Updates - এখানে দেখুন ম্যাচের লাইভ আপডেট, স্কোর-সহ যাবতীয় তথ্য
পরিসংখ্যান অনুযায়ী, ইনিংসের প্রথম ১৪ ওভারে ইংরেজ ওপেনাররা যে ১০৩ রান করেছেন, তা যে কোনও টেস্টের প্রথম ইনিংসের এই পর্যায়ে সর্বোচ্চ রান (যেখানে প্রতিটি বলের তথ্য আছে, ১৯৯৯ সালের সব টেস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অধিকাংশ টেস্ট বিবেচনা করে)।
আরও পড়ুন: ৬,৬,৬,০,৬,৬: এক ওভারে ৫টি ছক্কায় শাকিবকে চোখে সর্ষে ফুল দেখালেন পুরান
শুধু তাই নয়, প্রথম ২০ ওভারে ইংল্যান্ডের যে স্কোর ছিল, তাও অত্যন্ত চমকপ্রদ। রাওয়ালপিণ্ডিতে ২০ ওভার শেষে ইংরজেদের স্কোর ছিল বিনা উইকেটে ১৪১। যে রানটা গত এক দশকে (বীরেন্দ্র সেহওয়াগ যুগ শেষ হওয়ার পর থেকে) একদিনের ক্রিকেটে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র একবারই তুলতে পেরেছে ভারত। উল্লেখ্য, ২০১৩ সালের ৩ জানুয়ারি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সেহওয়াগ।
টেস্টের ক্রিকেটে দ্রুততম দলগত শতরান (২০০১ সাল থেকে)
- বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা: ২০০১ সালে ১৩.২ ওভারে ১০০ রান পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
- ২০১২ সালে মীরপুর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়েছিল।
- বৃহস্পতিবার (১ ডিসেম্বর, ২০২২) পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডিতে ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ইংল্যান্ড।
- ২০১২ সালে পার্থে ভারতের বিরুদ্ধে ১৩.৬ ওভারে ১০০ রানের গণ্ডি পার করেছিল অস্ট্রেলিয়া।
পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৭ ওভারে বিনা উইকেটে ১৭৪ রান। রানরেট ৬.৪৪। ৭৯ বলে ৯১ রানে অপরাজিত ক্রলি। স্ট্রাইক রেট ১১৫.১৮। মেরেছেন ১৭ টি চার। ডাকেট খেলছেন ৭৭ রানে। ৮৫ বল খেলেছেন তিনি। মেরেছেন ১১ টি চার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।