বৃষ্টি পিছু ছাড়ছে না ইংল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয় মোটে ৪৫.৪ ওভার। দ্বিতীয় দিনে প্রকৃতির প্রতিবন্ধকতাতেই খেলা হয় মাত্র ৪০.২ ওভার। অর্থাৎ, ম্যাচের দু'দিনে পাকিস্তান সাকুল্যে ৮৬ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ২২৩ রান তুলেছে।
প্রথম দিনের শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে। তার পর থেকে খেলা শুরু করে দ্বিতীয় দিনে ৪ উইকেট খুইয়ে আরও ৯৭ রান যোগ করে তারা।
গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তুলনায় লড়াই চালান ব্রিটিশ বোলারদের আগ্রাসনের মুখে। বাবর আজম আউট হন ৪৭ রান করে। উইকেটকিপার মহম্মদ রিজওয়ান অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৬০ রানে।
বাকিরা অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ইয়াসির শাহ সাজঘরে ফেরেন ৫ রান করে। খাতা খুলতে পারেননি শাহীন আফ্রিদি। মহম্মদ আব্বাস আউট হন ২ রান করে। রিজওয়ানের সঙ্গে ব্যক্তিগত ১ রানে অপরাজিত রয়েছেন নাশিম শাহ।
এখনও পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। ১টি করে উইকেট দখল করেছেন স্যাম কারান ও ক্রিস ওকস।
সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান প্রথম ইনিংস: ২২৩/৯ (দ্বিতীয় দিনের শেষে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।