এটাই কি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেরা স্পিন বল? রেকর্ড বইয়ের পাতা ওলটালে এমন নজির আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সেই নিরিখে বলাই যায় যে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেরা ডেলিভারিতে ইমাম-উল-হকের উইকেট নিলেন ম্যাট পারকিনসন।
বার্মিংহ্যামে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে চমকপ্রদ স্পিন বোলিংয়ের সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। প্রথম ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে লেগ-স্পিনার পারকিনসন ক্লিন বোল্ড করেন পাক ওপেনার ইমাম-উল হককে। বাঁ-হাতি ব্যাসম্যানকে ঘূর্ণি বলে কার্যত বোকা বানিয়ে দেন পারকিনসন।
বল অফ-স্টাম্পের অনেকটা বাইরে থেকে টার্ন নেয়। ইমাম পা বাড়িয়ে শট খেলার চেষ্টা করেন। তবে তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল গিয়ে স্টাম্প নাড়িয়ে দেয়। ইমাম আশাও করেননি বল একটা ঘুরতে পারে বলে।
অঙ্কের নিরিখে বিচার করলে এটাই ওয়ান ডে ক্রিকেটে উইকেট নেওয়া সেরা স্পিন বল। কেননা এক্ষেত্রে বল ঘুরেছে ১২.১ ডিগ্রি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কেউ এতটা বল ঘুরিয়ে উইকেট তুলতে পারেননি। এমনকি ৫০ ওভারের ক্রিকেটে শেন ওয়ার্ন ও মুরলিধরনও এতটা বল ঘুরিয়ে ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারেননি।
যে থেকে বল ট্র্যাকিং শুরু হয়েছে, সার্বিকভাবে তিন ফর্ম্যাট মিলিয়ে এটা উইকেট তুলে নেওয়া দ্বিতীয় সেরা স্পিন বল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।