কেনিয়া, জিম্বাবোয়ের সঙ্গে পরবর্তি ম্যাচ কবে খেলবে পাকিস্তান। এমন ভাবেই পাকিস্তান ক্রিকেট দলকে ট্রোল করল পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। এক বা দুটো নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা পাবেন এমন ধরনের বহু বার্তার। যেখানে বাবর আজমদের এক হাত নিয়েছে ক্রিকেট প্রেমীরা।
আসলে দ্বিতীয় সারির ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাবর আজমরা তাতে হতাশ হয়েছেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। কর্ডিফে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৫.২ ওভারে মাত্র ১৪১ রানেই অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪২ রান তুলে নেয়, তাও আবার মাত্র ২১.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রিটিশরা। ৯ উইকেটের বিশাল হারের পরে বাবর আজমদের নিয়ে নেট দুনিয়াতে ঝড় উঠেছে।
আসল ঘটনা হল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে গিয়েছিল পাকিস্তান, সেখানে তাঁরা জিম্বাবোয়েকে টি টোয়েন্টিতে ২-১ হারিয়েছিল। টেস্টেও তারা জিম্বাবোয়েকে ২-০ তে হারিয়েছিল। অনেকেই অনুমান করেছিল এবার হয়তো ফর্মে ফিরেছে পাক দল। কিন্তু কোথায় কি, শক্তিশালী ইংল্যান্ডের মুখে পড়তেই বাবর আজমদের আসল ছবিটা ধরা পড়ল। যেটা দেখে মজা করছে নেটিজেনরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।