বাংলা নিউজ > ময়দান > ENG vs SA 2nd Test: লর্ডসে ভরাডুবির জের, কোপ পড়ল পটসের ঘাড়ে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড

ENG vs SA 2nd Test: লর্ডসে ভরাডুবির জের, কোপ পড়ল পটসের ঘাড়ে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড

অনুশীলনের ফাঁকে ব্রিটিশ তারকারা। ছবি- রয়টার্স (Reuters)

আগেভাগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টের প্লেয়িং ইলেভেন ঘোষণা করল ইংল্যান্ড। দেখে নিন কারা মাঠে নামার সুযোগ পাচ্ছেন।

লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রীতিমতো ভরাডুবির মুখে পড়ে ইংল্যান্ড। মাত্র তিনদিনেই এক ইনিংস ও ১২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়েন বেন স্টোসরা। নিজেদের ডেয়ার ব্রিটিশদের এমন বিধ্বস্ত হওয়ার পিছনে ব্যাটিং ব্যর্থতা দায়ি হলেও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কোপ পড়ে একজন বোলারের ঘাড়ে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয় ২৩ বছর বয়সী ডানহাতি পেসার ম্যাথিউ পটসকে, যিনি লর্ডসে একজোড়া উইকেট তুলে নেন।

পটসের বদলে দলে ঢোকেন ওলি রবিনসন। দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনে ইংল্যান্ড এই একটি মাত্র বদল করে। যার অর্থ, ফের একবার একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে। লর্ডসের প্রথম টেস্টে অ্যান্ডারসন ১টি ও ব্রড ৩টি উইকেট দখল করেন। বৃহস্পতিবার থেকে ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন:- 'যোগ্যতা না থাকলে এতদূর আসা যায় না', এশিয়া কাপের আগে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন কোহলি

উল্লেখ্য, লর্ডস টেস্টে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৬৫ রানে। ওলি পোপ ৭৩ রান করেন। রাবাদা ৫টি ও নরকিয়া ৩টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে। সারেল এরউই ৭৩, ডিন এলগার ৪৭, মারকো জানসেন ৪৮ ও কেশব মহারাজ ৪১ রান করেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪৯ রানে। অ্যালেক্স লিস ৩৫ ও স্টুয়ার্ট ব্রড ৩৫ রান করেন। ৩টি উইকেট নেন নরকিয়া।

আরও পড়ুন:- হার্দিক নাকি জসপ্রীত বোঝা ভার, হুবহু বুমরাহর বোলিং অ্যাকশন নকল করলেন পান্ডিয়া, এশিয়া কাপে খামতি ঢাকতে পারবেন? ভিডিয়ো

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: জ্যাক ক্রাউলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।

বন্ধ করুন