শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা দল। প্রথম দুটি টি-২০ ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় টি-২০ তে একপেশে ম্যাচ জিতল প্রোটিয়া বাহিনী। বলা ভালো লিয়াম লিভিংস্টোনদের কার্যত তাদের দেশের মাটিতে গুড়িয়ে দিয়ে ম্যাচ এবং সিরিজ জিতল তারা।
প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পর আয়োজক ইংলিশদের বিরুদ্ধে সাদা বলে প্রোটিয়াদের এটি প্রথম সিরিজ জয়। এদিন বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন তাবরেজ শামসি। সাউদাম্পটনে রবিবার তৃতীয় টি-২০তে দক্ষিণ আফ্রিকার জিতল ৯০ রানে। হার দিয়ে সিরিজ শুরুর করলেও পরপর দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ সফরকারীরা জিতে নিল ২-১ ব্যবধানে।
আরও পড়ুন… ভিডিয়ো: প্রতিযোগিতার মধ্যেই বড় দুর্ঘটনা! অক্সিজেন মাস্ক পড়ে ভেলোড্রোম ছাড়লেন ব্রিটিশ সাইক্লিস্ট
২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে এদিন করেছিল ১৯১ রান। জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে গেল স্রেফ ১০১ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন দুরন্ত ব্যাটিং করেন রিজা হেনড্রিকস। এই প্রোটিয়া ওপেনার ৫০ বলে ৯টি চারে দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন । তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে মার্কাম ৩৬ বলে ৫টি চারের সাহায্যে করেন অপরাজিত ৫১ রান। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন ডেভিড উইলি।
আরও পড়ুন… ভিডিয়ো: প্রতিযোগিতার মধ্যেই বড় দুর্ঘটনা! অক্সিজেন মাস্ক পড়ে ভেলোড্রোম ছাড়লেন ব্রিটিশ সাইক্লিস্ট
জবাবে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। বল হাতে ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন শামসি। ইংল্যান্ডের কোন ব্যাটার সেই ভাবে উইকেটে টিকতেই পারেননি। সর্বোচ্চ ২৭ রান করেন জনি বেয়ারস্টো। এদিন ইংল্যান্ডের মিডল এবং লোয়ার মিডল অর্ডারের শিরদাঁড়া কার্যত ভেঙে দেন শামসি। ফলে ৯০ রানের বড় ব্যবধানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল প্রোটিয়া বাহিনী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।