ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারক তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পর অধিনায়ক জো রুট আবার চাপে পড়ে গিয়েছেন। প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, রুটের জ্বালানি শেষ হয়ে গিয়েছে। শনিবার ক্যাররিবিয়ান দ্বীপপুঞ্জে ব্রিটিশরা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করেছেন। ২ উইকেট তাদের হাতে রয়েছে। মাত্র ১০ রানে এগিয়ে থাকার পরে, ইংল্যান্ড আরেকটি সিরিজ পরাজয়ের মুখোমুখি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অ্যাশেজ সিরিজেও ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় হয়েছিল। এবং তারা অজিদের কাছে রীতিমতো ল্যাজেগোবরে হয়েছিল। জানুয়ারিতে ৫ ম্যাচের অ্যাশেজ ৪-০-তে বাজে ভাবে হেরেছিল ব্রিটিশরা। জো রুটের দল শেষ ৮টি টেস্টের একটিতেও জয় পায়নি। এবং শেষ ১৬টির মধ্যে মাত্র একটিতে তারা জিতেছে।
জো রুট সম্পর্কে ভন দাবি করেছেন, ‘আমি শুধু অনুভব করছি যে, অধিনায়ক হিসেবে এটিই ওর শেষ টেস্ট হতে পারে।’ ২০১৭ সাল থেকে টেস্ট দলের দায়িত্ব রয়েছেন জো রুট। ৫ বছর দলের দায়িত্ব সামলানোর পর, সম্ভবত অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ টেস্ট হতে চলেছে।
ভন আরও বলেছেন, ‘আমি সেটা ওর মুখেই দেখতে পাচ্ছি। আমিও এই অবস্থানে ছিলাম এবং ও এত দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক ছিল, এটি ওর জন্য শেষের শুরু হতে পারে।’
অ্যাশেজ পরাজয়ের পরে রুটকে অধিনায়ক রাখা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।অনেক প্রাক্তনই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিলেন। কিন্তু ৩১ বছরের রুট বলেছিলেন, তিনি নেতৃত্ব ছাড়বেন না। প্রাক্তন ব্রিটিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট অবশ্য প্রথম দুই টেস্টে রুটের পারফরম্যান্সের প্রশংসা করেছেন এবং বলেছেন, এই মুহূর্তে সঠিক লোকই দায়িত্বে রয়েছেন।
ট্রট বলেছেন, ‘ও অধিনায়ক থাকতে চায় কিনা, সেটা ওর সিদ্ধান্ত হবে। ও যদি চালিয়ে যেতে চায়, তাহলে ও কেন পারবে না, তার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না। জো রুটকে অধিনায়ক না করায় ইংল্যান্ড দল কি আরও ভালো পারফরম্যান্স করবে? আমি তর্ক করব না, কিন্তু দিনের শেষে এটা বিষয়টি ওর উপর নির্ভর করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।