মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে ইংল্যান্ডের পিচে টেস্টের প্রথম দিনে যে কোনও অধিনায়ক টস জিতে নতুন বল তুলে দিতে চাইবেন পেসারদের হাতে। ব্যতিক্রমী নন জেসন হোল্ডার। তবে ওল্ড ট্র্যাফোর্ডের বাইশগজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টির ছোঁয়া পাওয়া সত্ত্বেও ক্যারিবিয়ান দলনায়ক ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত নেন, যা ম্যাঞ্চেস্টার টেস্টের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে সাফল্য এনে দেয়।
পিচে বল নীচু হচ্ছে দেখেই হোল্ডার তড়িঘড়ি বোলিং আক্রমণে নিয়ে আসেন স্পিনার রোস্টন চেসকে। নিজের প্রথম ওভারেই পর পর দু'বলে চেস ফেরত পাঠান ওপেনার ররি বার্নস ও তিন নম্বরে ব্যাট করতে নামা জ্যাক ক্রাউলিকে। যদিও দু'টি বলের মধ্যে লাঞ্চের বিরতি নেওয়া হয়। অর্থাৎ, বার্নস আউট হওয়ার পরেই আম্পায়াররা লাঞ্চের বিরতি ঘোষণা করেন। বিরতির পর খেলা শুরু হলে প্রথম বলেই সাজঘরে ফেরেন ক্রাউলি।
হোল্ডারের এমন সিদ্ধান্তকে সমর্থন করেন সচিন তেন্ডুলকর। টেলিভিশনের পর্দায় খেলা দেখে মাস্টার ব্লাস্টার ক্যারিবিয়ান দলনায়কের সিদ্ধান্তকে বাহবা জানিয়ে টুইট করেন।
ইংল্যান্ড দ্রুত হারিয়ে বসে ক্যাপ্টেন জো রুটের উইকেটও। একসময় মাত্র ৮১ রানে ইংল্যান্ডের তিন জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে চতুর্থ উইকেটের জুটিতে ১২৬ রান যোগ করে ডমিনিক সিবলি ও বেন স্টোকস প্রাথমিক বিপর্যয় রোধ করেন এবং ইংল্যান্ডকে বড় রানের ভিতে বসিয়ে দেন।
ররি বার্নস ১৫ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি ক্রাউলি। জো রুট ২৩ রান করে আলজারি জোসেফের বলে উইকেট দেন। স্টোকসের সঙ্গে জুটি বেঁধে দিনের শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য থাকেন সিবলি।
আপাতত প্রথম দিনের শেষ ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলেছে। সারা দিনে খেলা হয়েছে ৮২ ওভার। সিবলি ব্যক্তিগত ৮৬ রানে অপরাজিত রয়েছেন। ২৫৩ বলের সতর্ক ইনিংসে তিনি মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন। স্টোকস ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ৫৯ রান করে নট-আউট রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:- ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৭/৩ (প্রথম দিনের শেষে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।