প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্ট একতরফাভাবে জিতে নিল ইংল্যান্ড। যদিও শেষ দিনেও বেশ কয়েক দফায় বৃষ্টি বাধ সেধেছিল রুটদের জয়ের পথে।
ম্যাঞ্চেস্টারে জয়ের জন্য ইংল্যান্ডের ঝুলিয়ে দেওয়া ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৯ রানে। ২৬৯ রানের বড় ব্যবধানে তৃতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পোরে ইংল্যান্ড।
উল্লেখ্য, সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়লাভ করে। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শাই হোপ। এছাড়া ব্ল্যাকউড ২৩, ব্রুকস ২২ ও ব্রাথওয়েট ১৯ রান করেন। ওকস ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ব্রড নেন ৩৬ রানে ৪ উইকেট। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট দখল করেন ব্রড। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। প্রথম ম্যাচ না খেলা সত্ত্বেও সিরিজ সেরার পুরস্কার উঠেছে ব্রডের হাতেই।
সংক্ষিপ্ত স্কোর:- ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৯, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯৭, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২২৬/২ ডিক্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১২৯ (ইংল্যান্ড ২৬৯ রানে জয়ী)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।