লকডাউনের পর ইংল্যান্ডে ফুটবল ফিরেছিল যে পথে, ক্রিকেটও অনুসরণ করল সেই পথ। বর্ণবাদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হয়েই করোনা মহামারির মাঝে ফিরে এল আন্তর্জাতিক ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগেই জানিয়েছিল যে, তারা টেস্ট সিরিজে ব্ল্যাক লাইভস ম্যাটার ক্যাম্পেনে সামিল হবে। সেই মতো তারা জার্সির কলারে বিএলএম লোগোও লাগিয়েছে আইসিসির অনুমতি নিয়ে।
পরে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে এই প্রতিবাদে যোগ দেওয়ার কথা জানায় ইংল্যান্ড দলও। ইংল্যান্ডে ইতিমধ্যেই প্রিমিয়র লিগের ম্যাচে সব দলের জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগান দেখা গিয়েছে। প্রতি ম্যাচের আগে ফুটবলারদের হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে।
এবার অবিকল সেভাবেই সাউদাম্পটন টেস্ট শুরুর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দু'দলের ক্রিকেটারদেরই হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাতে দেখা গেল। প্রতিবাদে সামিল হন আম্পায়ার ও মাঠের বাইরে থাকা দু'দলের সাপোর্ট স্টাফদেরও। সব মিলিয়ে ক্রিকেট মাঠে এমন অভিনব প্রতিবাদ এককথায় নজিরবিহীন।
সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খুব বেশিক্ষণ খেলা গড়ায়নি। সারা দিনে খেলা হয় মাত্র ১৭.৪ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে। ডমিনিক সিবলি খাতা খোলার আগেই গ্যাব্রিয়েলের বলে আউট হয়েছেন। ররি বার্নস ২০ ও জো ডেনলি ১৪ রান করে অপরাজিত রয়েছেন।