দরকার ছিল মাত্র ১টি উইকেট। ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষ দিনে ক্রেগ ব্রাথওয়েটকে ফিরিয়ে স্টুয়ার্ট ব্রড ছুঁয়ে ফেলেন মাইলস্টোন। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ৫০০তম শিকার।
ক্রিকেটের ইতিহাসে ৭ নম্বর বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ব্রড। সব মিলিয়ে চতুর্থ পেসার ও দ্বিতীয় ব্রিটিশ তারকা হিসেবে এলিট ক্লাবে জায়গা করে নেন তিনি। তাঁর আগে জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হয়েছেন।
কাকতলীয় বিষয় হল, অ্যান্ডারসনও ৫০০ টেস্ট উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ব্রডের মতো ক্রেগ ব্রাথওয়েট হলেন জেমস অ্যান্ডারসনেরও ৫০০তম টেস্ট উইকেট।
টেস্টে সবথেকে বেশি ৮০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে মুথাইয়া মুুলিধরণের নামে। এই তালকার প্রথম তিন জনই হলেন স্পিনার। ৭০৮টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। অনিল কুম্বলের দখলে রয়েছে ৬১৯টি উইকেট। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে।
পেসারদের মধ্যে সবথেকে বেশি ৫৮৯টি (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসের আগে পর্যন্ত) উইকেট নিয়েছেন অ্যান্ডারসনন। সার্বিকভাবে তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।
তালিকার পরের দু'টি (পঞ্চম ও ষষ্ঠ) স্থানে রয়েছেন যথাক্রমে গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কিংবদন্তি ওয়ালশ (৫১৯)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।