নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বেন স্টোকসকে অধিনায়ক করে দল সাজিয়েছে ইংল্যান্ড। প্রথম পিতৃত্বের স্বাদ অনুভব করার পর দলে ফিরে এসেছেন স্টুয়ার্ট ব্রড। ম্যাথিউ পটস এবং ড্যান লরেন্সকেও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের দলে নেওয়া হয়েছে।
বেন স্টোকসের অধিনায়কত্বে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েচিল পটসের। প্রথম পাঁচটি ম্যাচে ২০ উইকেট নিয়ে সকলকে মুগ্ধ করেছেন। ওলি রবিনসনের অ্যাকশনে ফিরে আসার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে তিনি ছিলেন না। পাকিস্তান সফরের ইংল্যান্ডের দল থেকে আশ্চর্যজনকভাবে বাদ পড়েছিলেন। ইংরেজ ব্যাটার লরেন্সও চোট সারিয়ে দলে ফিরে এসেছেন। তিনি শেষবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ১৫ সদস্যের দলে ওলি রবিনসন রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি ওয়ান ডে সিরিজে ছিলেন। কিন্তু ২০২১ সালের জুনে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের পর থেকে তিনি একটিও টেস্ট খেলেননি।
আরও পড়ুন:- Ind vs Ban- এই উইকেট নেওয়ার কথা হাজার বার ভেবেছি, বারো বছরের অপেক্ষার শেষে বললেন উনাদকাট
এই মাসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে মার্ক উডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইংল্যান্ড দলের পক্ষ থেকে। অন্যদিকে গত সপ্তাহে করাচিতে ইংল্যান্ডের ১৮ বছর বয়সী ম্যাচ উইনার রেহান আহমেদকে দলে রাখা হয়নি। এই সিরিজে জো রুটকে ফিরিয়ে আনা হয়েছে। স্কোয়াডের চার সদস্য দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি নিউজিল্যান্ডে উড়ে যাবে, যাঁদের মধ্যে হ্যারি ব্রুকও রয়েছেন।
পাকিস্তানকে টেস্ট সিরিজের দুরমুশ করার পর এখন ইংল্যান্ডের লক্ষ্য নিউজিল্যান্ড।
আরও পড়ুন:- Manchester City vs Liverpool: লিভারপুলকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টারে ম্যান সিটি
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথিউ পটস, ওলি রবিনসন, জো রুট, ওলি স্টোন।