বাংলা নিউজ > ময়দান > অ্যাসেজের আগে নতুন মুখের খোঁজে ইংল্যান্ড, কিউইদের বিরুদ্ধে নেই IPL খেলা বহু ব্রিটিশ তারকা

অ্যাসেজের আগে নতুন মুখের খোঁজে ইংল্যান্ড, কিউইদের বিরুদ্ধে নেই IPL খেলা বহু ব্রিটিশ তারকা

বাইশ গজে টিম ইংল্যান্ড (ছবি: গুগল)

অ্যাসেজের আগে নিজেদের দ্বিতীয় বেঞ্চকে তৈরি রাখতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ বর্তমানে দলের যা অবস্থা তাতে বহু ব্রিটিশ ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত। তাদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার মধ্যে করোনার জের। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় দলকে তৈরি রাখতে চায় ইংল্যান্ড।

অ্যাসেজের আগে নিজেদের দ্বিতীয় বেঞ্চকে তৈরি রাখতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ বর্তমানে দলের যা অবস্থা তাতে বহু ব্রিটিশ ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত। তাদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার মধ্যে করোনার জের। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় দলকে তৈরি রাখতে চায় ইংল্যান্ড। সেই কারণেই আসন্ন ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে নতুন মুখ দেখার ভবিষ্যদ্বাণী দিয়ে রাখলেন ব্রিটিশ ক্রিকেটের বোর্ডকর্তা অ্যাশলে জাইলস। 

তবে অনেকেই ইংল্যান্ডের এই নীতিকে অন্য ভাবে ব্যাখ্যা করছেন। অনেকেই বলছেন ফের বিশ্রামের নীতি নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই কারণেই উইলিয়ামসনদের বিরুদ্ধে হয়তো দেখা যাবে না মইন, বাটলার, বেয়ারস্টোদের। যতই সমালোচনা হোক, ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি চালিয়ে যেতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই কারণেই আইপিএল-এ অংশ নেওয়া ক্রিকেটারদের হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নাও দেখা যেতে পারে। 

আইপিএল-এ যে সব ব্রিটিশ ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ক্রিস ওক‌্স, স্যাম কারেন, মইন আলি, জস বাটলার এবং জনি বেয়ারস্টো টেস্ট দলে নিয়মিত খেলেন। ভারতের বিরুদ্ধে সিরিজেও এঁরা খেলেছেন। বর্তমানে দেশে ফিরে প্রত্যেকেই নিভৃতবাসে রয়েছেন। তাঁদের ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। তাই হয়তো এদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নাও দেখা যেতে পারে। 

আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। বোর্ডকর্তা অ্যাশলে জাইলস আগেই জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন মুখে দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল। জাইলস বলেছিলেন, ‘এ বছর অ্যাশেজ রয়েছে। জানি না সেখানে কী পরিস্থিতিতে খেলা হবে। হয়তো বড় দল নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারি আমরা।’

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাইশ গজে নামার আগে শক্তিশালী দলের বিরুদ্ধে না খেললে নিজেদের শক্তি পরীক্ষা করতে পারবেনা কিউইরা। ফলে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে অনুশীলনে কিছুটা ব্যঘাতা হতেই পারে। আর এরফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে টিম ইন্ডিয়া।

বন্ধ করুন