বাংলা নিউজ > ময়দান > দলে ফিরলেন বাটলার-সহ IPL তারকারা, ৬ বছর পর T20 স্কোয়াডে ক্রিস ওকস

দলে ফিরলেন বাটলার-সহ IPL তারকারা, ৬ বছর পর T20 স্কোয়াডে ক্রিস ওকস

জোস বাটলার। ছবি- আইপিএল।

ইংল্যান্ড সফরে তিনটি টি-২০ ও তিনটি ওয়ান ডে খেলবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। স্কোয়াডে ফিরছেন জনি বোয়ারস্টো, জোস বাটলারের মতো মাল্টি ফর্ম্যাট ক্রিকেটাররা।

আইপিএল খেলে দেশে ফেরার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বাটলারদের। শিয়রে যখন টি-২০ বিশ্বকাপ কড়া নাড়ছে, তখন সংক্ষিপ্ত ফর্ম্যাটের দল থেকে বেয়ারস্টো-বাটলারদের দূরে সরিয়ে রাখতে চায়নি ইসিবি।

উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ৬ বছর পর ইংল্যান্ডের টি-২০ স্কোয়াডে ফিরলেন ক্রিস ওকস। ৩২ বছর বয়সী অল-রাউন্ডার শেষবার ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ২০১৫ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে।

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে তিনটি টি-২০ ও তিনটি ওয়ান ডে খেলবে শ্রীলঙ্কা। ২৩ ও ২৪ জুন কার্ডিফে খেলা হবে সিরিজের প্রথম দু'টি টি-২০। ২৬ জুন সাউদাম্পটনে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ।

২৯ জুন চেস্টার-লে-স্ট্রিটে খেলা হবে সিরিজের প্রথম ওয়ান ডে। ১ ও ৪ জুলাই যথাক্রমে ওভাল ও ব্রিস্টলে খেলা হবে সিরিজের শেষ দু'টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। 

ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

বন্ধ করুন