
IND vs ENG: তিন দিনেই টেস্ট জিতে বদলা নেবে ভারত, ভবিষ্যদ্বাণী KKR তারকার
১ মিনিটে পড়ুন . Updated: 14 Feb 2021, 01:08 PM IST- চিপকের দ্বিতীয় টেস্ট নিয়ে নিজের মতামত জানালেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক।
চেন্নাইয়ের প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে জয় তুলে নিতে পাঁচ দিন সময় লেগেছিল ইংল্যান্ডের। চিপকেই দ্বিতীয় টে জিতে সিরিজে সমতা ফেরাবে টিম ইন্ডিয়া এবং সেটা মাত্র তিন দিনেই। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে অব্যাহতি নেওয়া দীনেশ কার্তিক।
সোশ্যাল মিডিয়ায় চেন্নাইয়ের ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট নিয়ে নিজের মতামত জানান কার্তিক। তিনি টুইট করেন, ‘ইংল্যান্ড প্রথম টেস্ট জিততে ৫ দিন সময় নিয়েছিল। আমার মনে হচ্ছে ভারত এই টেস্ট তিন দিনে জিততে চলেছে।’
উল্লেখ্য, চেন্নাইয়ের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫৭৮ রান তোলে। জো রুট ২১৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩৩৭ রানে। ঋষভ পন্ত ৯১ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত শেষ ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড ২২৭ রানের বড় ব্যাবধানে প্রথম টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষস্থান দখল করেন জো রুটরা।