বহু দিন পর পাকিস্তানের ২২ গজে উন্মাদনার ছোঁয়া লেগেছিল। কিন্তু উত্তাপ বাড়ার আগেই এক ঝোড়ো হাওয়ায় সব আবার আগের মতোই বর্ণহীন হয়ে পড়ল। ফের পাকিস্তানের মাটিতে ক্রিকেট আয়োজন নিয়ে অনিশ্চয়তার বাতাবরণ। যার জেরে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ বাতিল হয়ে গেল। পাকিস্তান সফরে আসার বিষয়ে অনিশ্চিত হয়ে পড়ল ইংল্যান্ডও।
সবই ঠিকঠাক চলছিল। ১৮ বছর পর পাকিস্তানের ২২ গজে খেলতে নামছিল নিউজিল্যান্ড। কিন্তু শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই নিরাপত্তা নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। তার জেরেই খেলা শুরুর ঠিক আগের মুহূর্তেই বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড-পাকিস্তানের সংক্ষিপ্ত ওভারের পুরো সিরিজটাই। সিরিজের এক বলও খেলা হয়নি। যদিও নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগত ভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। তাদের দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয়ে পুরো টিমকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার।
আর এই ঘটনার প্রভাব পড়ল পাকিস্তান-ইংল্যান্ড সিরিজেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের বিরুদ্ধে রাওলপিণ্ডিতে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। সেখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলে যেত ইয়ন মর্গ্যানের টিম। শুধু ছেলেদের দলই নয়, ইংল্যান্ডের মেয়েদের টিমেরও পাকিস্তান এসে একই সময়ে টি-টোয়েন্টি এবং তার পর একদিনের সিরিজ খেলার কথা ছিল। তবে নিউজিল্যান্ডের ঘটনাটির পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে তারা পর্যালোচনা করবে, তার পর ২৪-৪৮ ঘণ্টা পরে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে।
ইসিবি-র তরফে জানানো হয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর যে নিউজিল্যান্ড বাতিল করে দিয়েছে, সেই সম্পর্কে আমরা সবটাই জানি। আমাদের সিকিউরিটি টিম, যারা পাকিস্তানে রয়েছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যাতে পুরো পরিস্থিতিটা বুঝতে পারি। ইসিবি বোর্ড পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে যে, পাকিস্তান সফরে আদৌ যাদল পাঠানো হবে কিনা।’ এই নিরাপত্তাজনিত কারণেই ২০০৫ সালের পর থেকে পাকিস্তানে যায়নি ইংল্যান্ড। কিন্তু ২০২০ সালের গ্রীষ্মে যখন করোনার জেরে লকডাউন চলছিল, তখন পাকিস্তান ইংল্যান্ডকে খেলতে গিয়েছিল। তাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিছুটা হলেও লাভ করতে পেরেছিল। তাদের সাহায্য হয়েছিল। সেই সৌজন্যের খাতিরেই বিশ্বকাপের আগে রাওলপিণ্ডিতে গিয়ে ১৩ এবং ১৪ অক্টোবর দু'টি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিরাপত্তার কারণেই এখন তারা অনিশ্চিত হয়ে পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।