
প্রাথমিক বিপর্যয় সামলে বার্নসকে নিয়ে পালটা লড়াই চালাচ্ছেন জো রুট
১ মিনিটে পড়ুন . Updated: 04 Jun 2021, 12:42 AM IST- অভিষেক টেস্টে দুরন্ত দ্বিশতরান করেন ডেভন কনওয়ে।
ডেভন কনওয়ের দুরন্ত দ্বিশতরানে ভর করে নিউজিল্যান্ড লর্ডস টেস্টের প্রথম ইনিংসে লড়াইয়ের রসদ সংগ্রহ করে নেয়। কিউয়িরা প্রথম ইনিংসে ৩৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দু'উইকেট হারিয়ে বসলেও প্রাথমিক বিপর্যয় সামলে পালটা লড়াই চালাচ্ছেন জো রুটরা।
ইনিংসের চতুর্থ ওভারেই ব্রিটিশ ওপেনার ডমিনিক সিবলিকে সাজঘরে ফেরান কাইল জেমিসন। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন সিবলি।
সপ্তম ওভারে ইংল্যান্ড শিবিরে ফের ধাক্কা দেন টিম সাউদি। তিন নম্বরে ব্যাট করতে নামা জ্যাক ক্রাউলিকে (২) ওয়াটলিংয়ের দস্তানায় ধরা দিতে বাধ্য করেন সাউদি। মাত্র ১৮ রানের মাথায় দু'উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
এর পর ররি বার্নসকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করেন ক্যাপ্টেন জো রুট। দিনের বাকি সময়টা অবিচ্ছদ্য থাকে এই জুটি। ইতিমধ্যে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন বার্নস। দিনের শেষে তিনি ব্যাট করছেন ৫৯ রানে। রুট অপরাজিত রয়েছেন ৪২ রান করে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে। আপাতত প্রথম ইনিংসের নিরিখে নিউজিল্যান্ডের থেকে ২৬৭ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।
তার আগে নিউজিল্যান্ডের হয়ে ২০০ রানের অসাধারণ ইনিংস খেলে রান-আউট হন কনওয়ে। কিউয়িদের হয়ে ৬১ রানের কার্যকরী ইনিংস খেলেন হেনরি নিকোলস। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ওয়াগনার ২৫ রানের যোগদান রাখেন। ৪টি উইকেট নেন ওলি রবিনসন। ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড। ২টি উইকেট অ্যান্ডারসনের।