শুভব্রত মুখার্জি: মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পরপরই বাগদানটা সেরে ফেললেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ড্যানিয়েলা ওয়াট। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালেই হেরে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড দল। আর তারপরেই দেশে ফিরে এসেছে ইংল্যান্ড দল। দেশে ফেরার পরেই বাগদান সেরে ফেলার সিদ্ধান্ত নেন ওয়াট। বৃহস্পতিবার রীতি রেওয়াজ মেনে সেই বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। তিনি বাগদান সেরে ফেলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জি হজের সঙ্গে। পেশায় জর্জি হজ একজন ফুটবল এজেন্ট। ইংল্যান্ডের প্রিমিয়র লিগ-সহ বিভিন্ন ডিভিশনের ক্লাবে ফুটবলারদের চুক্তির বিষয়টি দেখাশোনা করেন তিনি।
তারকা ক্রিকেটার ড্যানি ওয়াটের ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ কম ছিল না। সমলিঙ্গের প্রতি ভালোবাসা থাকায় তাঁকে নিয়ে বিভিন্ন ইংলিশ ট্যাবলয়েডে প্রায়শই নানা কাহিনী প্রকাশ করা হত। ওয়াটের সঙ্গে জর্জি হজের প্রেমের সম্পর্ক ২০১৯ সাল থেকে। আর সেই সম্পর্ককে এবার পরিণতি দিলেন দুজনে। চার বছর পরে ২ মার্চ বাগদানটা তারা সেরেই ফেললেন। সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাগদানের কথা জানিয়েছেন তাঁরা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সারা হয় এই বাগদান পর্ব।
ড্যানিয়েলা নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁদের বাগদানের ছবি প্রকাশ করেছেন। যেখানে দুজনকে গভীর চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। পাশাপাশি আঙুলের আংটিটিকে ক্যামেরার সামনেও তুলে ধরেছেন তাঁরা। অন্যদিকে ফুটবল এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি জর্জি হজ সিএএতে মহিলা ফুটবলের বেসেও কাজ করেন। এই এজেন্সি ফুটবলারদের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে। পাশাপাশি জর্জি গিটার বাজাতেও খুব ভালোবাসেন। জর্জির এই গিটার বাজানো দেখেই নাকি তাঁর প্রেমে মজেছিলেন ড্যানি ওয়াট! এমনটাই মনে করেন তাঁদের নিকট আত্মীয়রা। এর আগে দুজন ফুটবলারের সঙ্গেও সম্পর্ক ছিল ড্যানিয়েলা ওয়াটের। ২০১০ সালের মার্চে জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয়েছিল। সাউদার্ন ভাইপার্স, সাসেক্স, সুপারনোভা, মেলবোর্ন রেনেগেডসের মতো ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। একটা সময়ে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করতে চেয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।