বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সব সময়ই হুহু করে ভাইরাল হয়ে যায়। সেটা একটি সাধারণ ছবি হোক, বা একটি জিম করার ভিডিয়ো অথবা একটি ঘোষণামূলক পোস্ট- কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। কয়েক দিন আগে, প্রাক্তন ভারত অধিনায়ক লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচের তিনটি ছবি পোস্ট করেছিলেন। এবং এর মাধ্যমে তিনি চার দিনের প্রস্তুতি ম্যাচে লেস্টারশায়ারের তরফে যে সমর্থন পেয়েছিলেন, তার জন্য কাউন্টি দলেকে কৃতজ্ঞতা জানান। এই ছবি তিনটির মধ্যে দু'টি ম্যাচের অ্যাকশন ছবি এবং তৃতীয়টি একটি প্রশিক্ষণ সেশনের ছিল। এর সঙ্গে তিনি লিখেছিলেন, ‘আপনাকে ধন্যবাদ লেস্টার, বার্মিংহাম অপেক্ষা করছে।’
যে ফটোগ্রাফার এই ছবিগুলি তুলেছিলেন, সেই জন ম্যালেট সোমবার কোহলির পোস্টে উচ্ছ্বসিত হয়ে প্রতিক্রিয়া জানান। নরউইচের ফটোগ্রাফার, যিনি একজন প্রবল ক্রীড়া অনুরাগীও, কোহলিকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন’ বলে অভিহিত করেছেন। এবং তাদের সমর্থনের জন্য কোহলি এবং টিম ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: T20 WC-এ ভারতের টপ অর্ডার বেছে নিলেন বীরু, নাম নেই কোহলির
আরও পড়ুন: কোহলি কি বার্মিংহ্যাম টেস্টে নেতৃত্ব দেবেন? খোলসা করলেন বিরাটের কোচ
ম্যালেট টুইটারে লিখেছেন, ‘অত্যন্ত বিনীত যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন তাঁর ব্যক্তিগত মিডিয়া অ্যাকাউন্টে @leiccccc-এর সঙ্গে ম্যাচের কিছু ছবি, যা আমার তোলা, ব্যবহার করেছেন। এই শটগুলি ক্যাপচার করতে পেরে একটি খুব খুশি। আপনার সমর্থনের জন্য ভিকে এবং সকলকে @BCCI ধন্যবাদ।’
কোহলি প্রস্তুতি ম্যাচে ভারতের সেরা পারফর্মাদের একজন ছিলেন। ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামের এজবাস্টনে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির জন্য ভারত লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ খেলেছিল। কিছু ভারতীয় ক্রিকেটার আবার লেস্টারের হয়েও খেলেছিলেন। যাতে ভারতীয় দলের সকলে প্রস্তুতির পূর্ণ সুযোগ পান।
কোহলি প্রথম ইনিংসে ৩৩ রান করেছিলেন এবং তার পরে দ্বিতীয় ইনিংসে করেন ৬৭ রান। ম্যাচটি ড্র হয়ে যায়। তবে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায় ভারত। বার্মিংহ্যাম টেস্টকে গত বারের সিরিজের 'পঞ্চম টেস্ট' হিসেবে ধরা হচ্ছে। এটি গত বছর কোভিড-১৯-এর কারণে বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।