বাংলা নিউজ > ময়দান > এজবাস্টনে মাত্র ৩ উইকেট খুইয়ে টেস্টে ২য় সর্বোচ্চ রান করে জয়ের নজির রুটদের

এজবাস্টনে মাত্র ৩ উইকেট খুইয়ে টেস্টে ২য় সর্বোচ্চ রান করে জয়ের নজির রুটদের

জয়ের নজির (Reuters)

ভারতীয়দের হাত থেকে 'থ্রি লায়ন্স'দের হয়ে কার্যত জয় ছিনিয়ে এনে দিয়েছেন রুট,বেয়ারস্টো জুটি। একটা সময় ৩৭৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ড দল। লিস এবং ক্রলির জুটি প্রথম উইকেটে শতরানের জুটি গড়েন।

শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। এজবাস্টনে এক ঐতিহাসিক টেস্ট জিতে সিরিজ ২-২ করেছে ইংল্যান্ড দল। ২০২১ সালে শুরু হয়েছিল যে সিরিজের তা অবশেষে শেষ হয়েছে ২০২২ সালে এসে। যেখানে শেষ টেস্টে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে ইংল্যান্ড দল। অল্পের জন্য তারা বিশ্বরেকর্ড গড়তে পারেনি। তবে রুটরা টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে মাত্র ৩ উইকেট খুইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ে ফেলেছেন।

এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ার পরেও অতিবড় ইংরেজ ভক্ত ও হয়ত আশা করেননি যে এই টেস্টে ইংল্যান্ড এইভাবে কার্যত অনায়াসে জয় পাবে। বলা ভাল ভারতীয়দের হাত থেকে 'থ্রি লায়ন্স'দের হয়ে কার্যত জয় ছিনিয়ে এনে দিয়েছেন রুট,বেয়ারস্টো জুটি। একটা সময় ৩৭৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ড দল। লিস এবং ক্রলির জুটি প্রথম উইকেটে শতরানের জুটি গড়েন। লিস করেন ৫৬ এবং ক্রলি করেন ৪৬ রান।

প্রথম উইকেটে ১০৭ রান ওঠার পরে বুমরাহর একটি ভিতরের দিকে ঢুকে আসা বলকে 'জাজমেন্ট' দিয়ে ছাড়তে গিয়ে বোল্ড হন ক্রলি। এরপরেই কার্যত 'মিনি ' ধ্বসের সম্মুখীন হয় ইংল্যান্ড। অলি পোপ তিন বল খেলে কোন রান না করেই বুমরাহর বলে আউট হন। ১০৯ রানের মাথায় রুটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান লিস। তারপরেই বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের হাল ধরেন রুট। অপরাজিত ২৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। রুট অপরাজিত থাকেন ১৪২ রানে এবং বেয়ারস্টো অপরাজিত থাকেন ১১৪ রানে। ফলে ২-২ ফলে ড্র হল সিরিজ।

∆ একনজরে দেখে নেওয়া যাক টেস্ট ইতিহাসে তিন বা তার কম উইকেট হারিয়ে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির:

১) ৪০৪ রান ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, ১৯৪৮

২) ৩৭৮ রান ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড, ২০২২

৩) ৩৭৭ রান শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান, ২০১৫

৪) ৩৪২ রান ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৪।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এক মাস ১ দিন তো হল, এবার পুজোতে ফিরে আসুন, ‘জাস্টিস’ চাওয়া মানুষদের বার্তা মমতার সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো ময়নাতদন্ত নিয়ে প্রশ্নবিদ্ধ রাজ্য, তার মাঝেই আন্দোলন বন্ধের চেষ্টা, কী কী বলল SC? ক্লাসেন, মিলার, রাবাদা কেউ নেই, আফগান ও আইরিশদের বিরুদ্ধে আনকোরা দল দঃআফ্রিকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, তথ্য দিলেন স্বাস্থ্য সচিব ‘উৎসবে ফিরে আসুন…’ পুজো অনুদান ‘না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব,’ কড়া মমতা Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো বর্তমান প্রজন্ম যে হিন্দি ছবির গান শোনে তা গুলজারের ভাষায় ‘সবই পা কাঁপানো…'! ‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.