এতদিন জাতীয় দলের দরজা খুলছিল না জর্জ গার্টনের। অবশেষে পেলেন কাঙ্ক্ষিত সেই ডাক পেলেন ২৪ বছরের এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ ম্যাচে ৩৪.২৪ গড়ে ২৯ উইকেট নিয়েছেন ২৪ বছয় বয়সী বাঁহাতি পেসার গার্টন। ওভার প্রতি রান দিয়েছেন ছয়ের উপরে। পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়, তবে তার বলের গতি নজর কড়েছে ইংলিশ নির্বাচকদের।
এক সিরিজ পর দলে ফিরেছেন রুট। অভিজ্ঞ এই ব্যাটসম্যান গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন। তবে ভারত সফরের দলে ছিলেন না তিনি। ভারতের বিপক্ষে না খেলা ক্রিস ওকসও আছেন দলে। দুই বছরের বেশি সময় পর একদিনের ম্যাচে সুযোগ পেয়েছেন লিয়াম ডসন। শ্রীলঙ্কা সফরে ২০১৮ সালে দেশের হয়ে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। গত অগস্টে আয়ারল্যান্ড সিরিজে খেলা ডেভিড উইলিও দলে ফিরেছেন।
তিন ম্যাচের সিরিজটির জন্য ১৬ সদস্যদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক’দিন আগেই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল থেকে পরিবর্তন কেবল দুটি। ক্রিস জর্ডন ও ডেভিড মালানের জায়গায় এসেছেন গার্টন ও জো রুট। ভারত সিরিজের দল থেকে বাদ গেছেন ম্যাট পার্কিনসন। আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বেন স্টোকস। কনুইয়ে অস্ত্রোপচার করায় নেই জোফ্রে আর্চারও। আগামী ২৯ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার একদিনের লড়াই। পরের দুই ম্যাচ ১ ও ৪ জুলাই।
ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।