৭ বছর পরে টেস্টে খেলেতে নেমে, ইংল্যান্ডের মাটিতে ড্র করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই হারা ম্যাচ যেভাবে মিতালিরা ড্র করেছে তাতে আত্মবিশ্বাস বেড়েছে স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মাদের। স্নেহ রানার দুরন্ত ব্যাটিং ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিল। সকলের প্রশংসা কুড়িয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
লাল বলের ম্যাচের পরে এবার সাদা বলের সিরিজে নামতে চলেছে মিতালি রাজরা। তিনটি একদিনের ম্যাচ খেলতে রবিবারই ব্রিস্টলে নামবে রমেশ পাওয়ারের মেয়েরা। তবে তার আগে একটা ছুটির দিন কাটাল মিতালি, ঝুলনরা। করোনার জেরে দীর্ঘদিন দেশের মাটিতে গৃহবন্দি হয়েছিলেন প্রত্যেকে। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য টিম হোটেলে নিভৃতবাসে থাকতে হয়েছিল সকলকে। এবার একদিনের সিরিজে নামার আগে তাই একটু ছুটির মেজাজে দেখা গেল ভারতের মহিলা ক্রিকেট টিমকে। ছুটির সেই দিনের ভিডিও প্রকাশ করল বিসিসিআই।
রবিবারই ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচে অভিষেক হতে চলেছে ১৭ বছরের শেফালি বর্মার। টি২০ ক্রিকেটে তাঁর রেকর্ড অসাধারণ। এবার শেফালি ৫০ ওভারের ম্যাচে নামতে তৈরি। টি২০ ক্রিকেটের মতোই একদিনের ম্যাচেও নিজের সেরাটা দিতে তৈরি ১৭ বছরের শেফালি। সামনের কঠিন চ্যালেঞ্জে নামার আগে গৃহবন্দি অবস্থা থেকে নিজেদের ফ্রি করলেন ভারতীয় মহিলা দলের সদস্যরা। এই ডে আউট মিতালিদের পরবর্তি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।