শুভব্রত মুখার্জি
ইপিএলের চ্যাম্পিয়নশিপ লড়াই একেবারে জমজমাট হয়ে উঠেছে। কিছুদিন আগেই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবার তাদের পড়শি ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি অসাধারণ পারফরম্যান্স করে উঠে এল লিগ তালিকার শীর্ষে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে চূর্ণ করে ইংলিশ প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।
মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রমউইচের মাঠে ইলকাই গুনদোয়ানের জোড়া গোলে ৫-০ ব্যবধানে বড়সড় জয় পেয়েছে সিটি। গুনদোয়ান ষষ্ঠ মিনিটে প্রথম গোল করেন। ডি-বক্সের মুখ থেকে জোরালো উঁচু শটে গোল করেন জার্মান মিডফিল্ডার।
২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। ৩০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গুনদোয়ান। এই নিয়ে প্রিমিয়র লিগে নিজের শেষ আট ম্যাচে সাত গোল করলেন তিনি।
বিরতির ঠিক আগে ব্যবধান ফের বাড়ান রিয়াদ মাহরেজ। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের কফিনে শেষ পেরেক পোতেন রাহিম স্টার্লিং।
ফলে ১৯ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্র করে সিটির পয়েন্ট ৪১। দুইয়ে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে রয়েছে লেস্টার সিটি। তাদের পয়েন্ট ৩৮।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।