বাংলা নিউজ > ময়দান > EPL 2021-22: অগণিত সুযোগ নষ্টের খেসারত, লেস্টারের বিরুদ্ধে হেরে খেতাবি লড়াইয়ের দৌড়ে পিছিয়ে পড়ল লিভারপুল

EPL 2021-22: অগণিত সুযোগ নষ্টের খেসারত, লেস্টারের বিরুদ্ধে হেরে খেতাবি লড়াইয়ের দৌড়ে পিছিয়ে পড়ল লিভারপুল

ম্যাচ শেষে লেস্টার ও লিভারপুল খেলোয়াড়দের দুই প্রতিক্রিয়া। ছবি- রয়টার্স। (REUTERS)

লিভারপুলের হয়ে ১৫ ম্যাচ পড়ে প্রিমিয়র লিগে পেনাল্টি মিস করেন মহম্মদ সালাহ।

মঙ্গলবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার, ২৯ ডিসেম্বর ভোররাত) প্রাক্তন ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল লিভারপুল। ৯০ মিনিটের লড়াইয়ে লেস্টারের নিখুঁত পরিকল্পনা এবং নিজেরা অগণিত সুযোগ নষ্ট করার খেসারত দিয়ে ১-০ ব্যবধানে ম্য়াচ হেরে বসল রেডসরা।

ম্যাচের শুরুটা দুই দলই বেশ ভাল করেছিল। তবে উইলফ্রেড এনডিডি পেনাল্টি বক্সে মহম্মদ সালাহকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। পেনাল্টি থেকে সালাহের রেকর্ড দুর্ধর্ষ। লিগে নিজের শেষ ১৫টি পেনাল্টির সবকটিতেই গোল করেছেন মিশরীয় তারকা। এমন অবস্থায় লিভারপুল সমর্থকরা ধরেই নিয়েছিলেন আবারও এক ছবি দেখতে পাবেন তারা। তবে ম্যাচের ১৬ মিনিটে সালাহের পেনাল্টি বাঁচিয়ে দেন লেস্টার গোলরক্ষক ক্য়াসপার স্মাইকেল। ফিরতি বল সালাহের কাছে ফিরে আসলেও নিজের হেডার নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি এবং সেই শটও বারে লেগে ফিরে আসে।

ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে সালাহের পেনাল্টি বাঁচান স্মাইকেল। ছবি- টুইটার (@premierleague)।
ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে সালাহের পেনাল্টি বাঁচান স্মাইকেল। ছবি- টুইটার (@premierleague)।

ম্যাচের শুরুতে ভাগ্যের সহায়তা পেয়ে লেস্টার বেশ ভালই খেলা শুরু করে। লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে তেমন কোনো শট বাঁচাতে না হলেও মাঝমাঠে বেশ সেয়ানে সেয়ানে লিভারপুলকে টক্কর দেয় ফক্সেসরা। প্রথমার্ধে কোনো গোল না হওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রায় একই ভঙ্গিমায় মাঝমাঠে বেশিরভাগ খেলা চলতে থাকে। মাঝে মধ্যে লিভারপুল বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। সাদিও মানে এক দারুণ সুযোগে স্মাইকেলের গোলের একেবারে সামনে থেকে বল গোলের বাইরে মারেন।

বেশিরভাগ সময়ই দেখা যায় কোনো দল নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারলে তাদের কোনো না কোনো সময়ে তার খেসারত দিতে হয়। এই ম্যাচেই একই ছবি ধরা পড়ল। গত ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গোল করার পর এই ম্য়াচে সাবস্টিটিউট হিসেবে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই, ম্যাচের ৫৯ মিনিটে লেস্টারকে গোল করে এগিয়ে দেন অ্যাডেমলা লুকমান। ম্যাচের পরবর্তী সময় দিয়েগো জোটা, ভার্জিল ভ্য়ান ডাইকরা লেস্টার কিপার স্মাইকেলকে বেশ কয়েকটি সেভ করতে বাধ্য করলেও খুব বড় সুযোগ আর পাননি। ম্যাচ লেস্টারের পক্ষে ১-০ ব্য়বধানেই শেষ হয়।

এই জয়ের ফলে রজার্সের দল লিগ তালিকার প্রখম ১০ ঢুকে পড়ল। ২৫ পয়েন্ট নিয়ে নয় নম্বর স্থানে রয়েছে তারা। অপরদিকে, লিভারপুল খেতাবি লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটির থেকে ছয় পয়েন্টে পিছিয়ে পড়ল। চেলসির সঙ্গে তাদেরও সমসংখ্যক ৪১ পয়েন্ট থাকলেও গোলপার্থক্যের বিচারে দুই নম্বর স্থানে রয়েছে লিভারপুল। রেডসদের এর পরের ম্যাচ চেলসির বিরুদ্ধেই। দুই বনাম তিনের সেই লড়াই যে বেশ রোমহর্ষক হতে চলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ঘটনাক্রমে, আফ্রিকা কাপ অফ নেশনসে যাওয়ার আগে এটিই মানে, সালাহদের শেষ ম্যাচ। তাঁরা দলকে জয়ের পথে ফেরাতে পারেন কি না, এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আমিরের ৩ নম্বর বিয়েটা কবে, প্রশ্ন কপিলের! জবাব মিস্টার পারফেকশনিস্টের ‘‌দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’‌, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস মাথায় ঝাঁকড়া চুল, স্ত্রী-পুত্রের সঙ্গে বসে বাংলার বিখ্যাত গায়ক, চিনতে পারছেন? ফুটবলার-সাপোর্ট স্টাফদের টাকা মেটাতে পারেনি, ফের হায়দরাবাদকে ব্যান করল FIFA গরমে দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক? ঠান্ডা জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ? আপাতত নতুন ক্রেডিট কার্ড দিতে পারবে না কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এল RBIর নির্দেশ নন্দীগ্রাম TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ‘চোর চোর’ বলে তাড়া করলে বিজেপি ‘‌অধীর চৌধুরী আজ খাচ্ছে সাঁইবাড়ির রক্তমাখা ভাত’, মুর্শিদাবাদে তোপ দাগলেন অভিষেক‌ আদৃত-কৌশাম্বির বিয়ে নিয়ে উন্মাদনা! এদিকে বাচ্চা বাড়ি আনার পরিকল্পনায় সৌমিতৃষা খুন করে দেহ লোপাটের পরিকল্পনা পলাশ-প্রতীক্ষার! শিমুলকে সতর্ক করে কী বলল পরাগ?

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.