ক্রিকেট মাঠে আপনি নিশ্চয়ই অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছেন, কিন্তু আজ আমরা যে ম্যাচটি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি, তা সারা বিশ্বের নজর কেড়েছে। ইংল্যান্ডে চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের এসেক্স বনাম ল্যাঙ্কাশায়ারের মধ্যে ম্যাচটি মাত্র ৭৫০ বলেই শেষ হয়ে যায়। এবং ২০০৬ সালের পর প্রথম-শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে দ্রুত শেষ হওয়া ম্যাচ হয়ে ওঠে। মজার বিষয় হল, এই ম্যাচে ৪০টি উইকেটই পড়ে যায়।
টসে জিতে ল্যাঙ্কাশায়ারের দল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন টম বেইলি, যিনি করেন ২৪ রান। ২৩ রান করেন স্টিভেন ক্রফট। বাকিরা ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এসেক্সের হয়ে ৫ উইকেট নেন সাইমন হার্মার। ৩ উইকেট নেন স্যাম কুক। শেন স্ন্যাটার নেন ২ উইকেট।
আরও পড়ুন: একটিও ম্যাচ না খেলে CSK থেকে বাদ পড়াই তাতায় পূজারাকে, জবাব দেন কাউন্টিতে
এর পর ব্যাট করতে আসা এসেক্স দলের ব্যাটসম্যানরাও নিরাশ করেন। তাঁরা আরও খারাপ পারফরম্যন্স করেন। এসেক্স আবার গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। স্বাভাবিক ভাবে মাত্র ১৩১ রান করেও ল্যাঙ্কাশায়ার ২৪ রানের লিড পায়। যা তারা হয়তো বোলিং করতে নামার আগে কল্পনাও করতে পারেননি। অ্যালিস্টার কুক এসেক্সের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। এ দিকে টম বেইলি ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫ উইকেট নেন। উইল উইলিয়ামস নেন ২ উইকেট।
ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যানরা যখন ২৪ রানের লিড বাড়াতে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, তখন তাদের পারফরম্যান্স আগের ইনিংসের চেয়েও হতাশাজনক ছিল। দলটি মাত্র ৭ রানে তাদের ৬ উইকেট হারিয়ে বসে থাকে। তবে লোয়ার অর্ডার ব্যাটারদের সহায়তায় ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় ইনিংসে কোনও মতে টেনেটুনে ৭৩ রান করতে সক্ষম হয়।
আরও পড়ুন: কাউন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন গিল
দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন জর্জ বেল। আর ২৩ রান করেন টম হার্টলি। তৃতীয় সর্বোচ্চ টম বেইলির ১০ রান। এসেক্সের হয়ে শেন স্ন্যাটার নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন স্যাম কুক। এসেক্সকে জয়ের জন্য মাত্র ৯৮ রানের টার্গেট দিয়েছিল ল্যাঙ্কাশায়ার।
এই স্কোরের সামনে এসেক্সের পুরো দল মাত্র ৫৯ রানের উড়ে যায়। আর ল্যাঙ্কাশায়ার ম্যাচটি ৩৮ রানে জিতে যায়। এই সময়ে জর্জ ব্যাল্ডারসন ৫ উইকেট এবং উইল উইলিয়ামস ৪ উইকেট নেন। ব্যাল্ডারসন এ দিন হ্যাটট্রিক করেছেন।
এসেক্স বনাম ল্যাঙ্কাশায়ার ম্যাচটি প্রথম শ্রেণির ক্রিকেটে দিল্লি বনাম ওড়িশার ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০০৮ সালে এই দুই দলের মধ্যে একটি ম্যাচ ৭৭৩ বলে শেষ হয়ে গিয়েছিল।