বাংলা নিউজ > ময়দান > EURO 2020: ইতালির হয়ে বড় পরীক্ষার সামনে অরিন্দম ভট্টাচার্যের প্রাক্তন কোচ

EURO 2020: ইতালির হয়ে বড় পরীক্ষার সামনে অরিন্দম ভট্টাচার্যের প্রাক্তন কোচ

অরিন্দম ভট্টাচার্যের প্রাক্তন কোচ মাসিমো বাতারা (ছবি: গুগল)

ইতালির জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্বে রয়েছেন গোলরক্ষক কোচ মাসিমো বাতারা। ইন্ডিয়ান সুপার লিগে এফসি পুনে সিটিতে গোলরক্ষক কোচ হিসেবে ছিলেন এই ইতালিয়ান কোচ।

ইতালির জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্বে রয়েছেন গোলরক্ষক কোচ মাসিমো বাতারা। ইন্ডিয়ান সুপার লিগে এফসি পুনে সিটিতে গোলরক্ষক কোচ হিসেবে ছিলেন এই ইতালিয়ান কোচ। বাতারাকে কোচ হিসাবে পেয়েছিলেন অরিন্দম ভট্টাচার্যও।  একসময় ইংল্যান্ডের তারকা গোলরক্ষক জো হার্টকে কোচিং করিয়েছেন তিনি। 

ফুটবলার জীবনে সিরি এ-তে সাম্পদোরিয়া, বোলগনা, সাসুলোর মতো ক্লাবের গোল রক্ষার দায়িত্বে ছিলেন বাতারা। অবসর নেওয়ার পর গোলকিপার কোচ হিসেবে কাজ শুরু করেন। দ্রুত তারকা কোচ রবার্তো মানচিনির গুডবুকে উঠে আসেন তিনি। ২০০৪-০৮ মরশুমে ইন্টার মিলান এবং ২০০৯-১৩ মরসুমে ম্যাঞ্চেস্টার সিটির কোচ ছিলেন মানচিনি। তাঁর কোচিং টিমের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বাতারা। ২০১৮ মানচিনি ইতালির হেড কোচ হওয়ার পর জাতীয় দলের গোলকিপার কোচ হন বাতারা।

ম্যাঞ্চেস্টার সিটিতে মানচিনির সহকারী ছিলেন এফসি পুনে সিটির প্রাক্তন কোচ ডেভিড প্ল্যাট। ২০১৫ সালে ভারতে আসেন বাতারা। সেসময় পুনের ফ্র‌্যাঞ্চাইজির হয়ে খেলতেন অরিন্দম। এটিকে মোহনবাগানের বর্তমান গোলরক্ষকের কথায়, খুব ভালো কোচ। অনেক কিছু শিখেছি। সেসময় ছোট ছোট পয়েন্ট বলতেন। এখন সেগুলোর গুরুত্ব বুঝি। ক্রসের সময় বলের আগে না যাওয়া, গোল পোস্টের মধ্যে কীভাবে মুভ করব এসব শিখিয়েছেন। প্রচুর সাহায্য করেছেন।

তবে পুনেতে ভারতীয় গোলরক্ষকদের দেখে খুব একটা মুগ্ধ হননি বাতারা, জানালেন অরিন্দম। তিনি বলেন, আসলে উনি খুবই হাই প্রোফাইল কোচ। সিরি এ, প্রিমিয়ার লিগের বড় ক্লাবে কোচিং করিয়েছেন। সেখানে আমারা অনেকটাই পিছিয়ে। তাই আমরা খুব একটা খুশি করতে পারিনি ওঁকে। তবে আমাদের বিভিন্ন বিষয় শিখিয়েছেন যা এখনও কাজে লাগে। 

২০১৭ সালে মানচিনির ডাকে রাশিয়ার জেনিথের গোলকিপার কোচ হন। পরের বছর জাতীয় দলে। ১৬ জুন ইউরোয় সুইজারল্যান্ডের বিরুদ্ধে ইতালির অভিযান শুরু। গ্রুপে আছে তুরস্ক আর ওয়েলসও। ফলে বড় পরীক্ষার সামনে অরিন্দমদের প্রাক্তন কোচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.