অনেকটা সময় এগিয়ে থেকেও জিততে পারল না স্পেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের পরে দারুণভাবে ঘুরে দাঁড়াল পোল্যান্ড। সহজ সুযোগ নষ্টের পর চমৎকার গোল করলেন রবার্ট লেওয়ানডোস্কি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে মূল্যবান এক পয়েন্ট তুলে স্পেনের শেষ ষোলোয় যাওয়াটা চাপে ফেলে দিল পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি।শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ই’ গ্রুপের ম্যাচটি মুখোমুখি হয়েছিল স্পেন ও পোল্যান্ড। এদিনের ম্যাচ ফল ১-১।
ম্যাচের ২৫ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। তবে দ্বিতীয়ার্ধে তাদের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্দ মরেনো। অন্যদিকে ম্যাচের ৫৪ মিনিটে রবার্ট লেওয়ানডোস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। শুধু সমতাতেই ফিরলনা, এদিনের লেওয়ানডোস্কির গোলে ইউরো ২০২০ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে স্পেনের।

টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে ফেলল লুইস এনরিকের ছেলেরা। প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। এবার পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে মাঠ ছাড়ল স্পেন। গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের কাছেই স্বপ্ন ভঙ্গ হল তাদের। এদিনের ম্যাচের পরে সোশ্যাল মিডিয়াতে নিজের গোল করার পরের মুহূর্তের ছবি পোস্ট করেন রবার্ট লেওয়ানডোস্কি।
এদিনের ম্যাচে ৩৪তম মিনিটে মরেনোর নিচু ফ্রি কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে লেওয়ানডোস্কির ক্রসে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ড কারল। বিরতির আগে ডি-বক্সের বাইরে থেকে কারলের বাঁ পায়ের জোরালো শট পোস্টে লাগে। ফিরতি বল কাছ থেকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর মেরে হতাশ করেন লেওয়ানডোস্কি। ম্যাচের ৫৪তম মিনিটে বায়ার্নের মিউনিখের এই তারকার দারুণ গোলেই সমতায় ফেরে পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।