প্রায় ১২ বছর পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছিলেন ভারতের তারকা পেস বোলার জয়দেব উনাদকাট। দলে অন্তর্ভুক্তির ঘোষণার পর জয়দেব উনাদকাটের খুশির সীমা ছিল না। কিন্তু এখন তার জন্য একটি হতাশাজনক খবর আসছে। সৌরাষ্ট্রের এই বোলার এখনও ভারতের বাইরে যেতে পারেননি। বুধবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে হয়তো খেলতে পারবেন না তিনি। কারণ জয়দেব উনাদকাট এখনও বাংলাদেশে যেতে পারেননি।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে,জয়দেব উনাদকাটের ভিসা প্রক্রিয়া করা হয়নি এবং বিসিসিআইয়ের লজিস্টিক বিভাগ এটি নিয়ে কাজ করছে। এটাও সামনে আসছে যে এখন পর্যন্ত তিনি রাজকোটে নিজের বাড়িতেই আছেন। ম্যাচের একাদশ নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জয়দেব উনাদকাটের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারে অন্য কোনও খেলোয়াড়। অভিজ্ঞতার ভিত্তিতে নবদীপ সাইনিকে একাদশে রাখা যেতে পারে। স্পিন বিভাগে কুলদীপ যাদবকেও প্রতিযোগী হিসেবে বিবেচনা করা যেতে পারে। বাকি বিষয়গুলো টসের সময়ই জানা যাবে।
আরও পড়ুন… তাহলে কি আপনি টেস্ট ছাড়তে বলছেন? সাংবাদিকের উপর চটলেন বাবর আজম
ওপেনার হিসেবে দলে আছেন কেএল রাহুল ও শুভমন গিল। তিনি ছাড়াও মিডল অর্ডারে রয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। ফাস্ট বোলিং বিভাগে মহম্মদ সিরাজ ও উমেশ যাদবকে দলে রাখা যেতে পারে। তাদের ছাড়া স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে বেছে নেওয়া হতে পারে। দুর্দান্ত স্পিনার হওয়ার পাশাপাশি, দুজনেরই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষমতা রয়েছে। তবে এটা জয়দেব উনাদকাটের দুর্ভাগ্য বলা যেতে পারে। ১২ বছর পর সুযোগ পেলেও ভিসার কাগজপত্র তৈরি করতে না পারার জন্য হাতে আসা সুযোগও কাজে লাগাতে পারলেন না উনাদকাট। এখন দেখার বিষয় বিসিসিআই এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কী করে।
আরও পড়ুন… মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার সন্দীপ প্যাটিল
দেখে নেওয়া যাক ভারতের দল-
কেএল রাহুল (অধিনায়ক),শুভমন গিল,চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক),বিরাট কোহলি,শ্রেয়স আইয়ার,ঋষভ পন্ত (উইকেট-রক্ষক),কেএস ভরত (উইকেট-রক্ষক),রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল,কুলদীপ যাদব,শার্দুল ঠাকুর,মহম্মদ সিরাজ,উমেশ যাদব,অভিমন্যু ঈশ্বরণ,নবদীপ সাইনি,সৌরভ কুমার,জয়দেব উনাদকাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।