ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্টের প্রথম ম্যাচে ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কে? এই প্রশ্নটাই ঘুরে ফিরে বেরাচ্ছিল ভারতীয় শিবিরের আনাচে কানাচে। তবে সকলেই ভেবেছিলেন ম্যাচের আগের দিন হয়তো সেই বিষয় থেকে পর্দা তুলবেন বিরাট কোহলি। কিন্তু কোথায় কী! ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে বুধবারের ম্যাচে কে ওপেন করবেন সে বিষয়ে কোনও উত্তরই দিলেন না বিরাট। উল্টে তিনি বললেন ম্যাচ শুরু হওয়ার আগে, টস করতে যাওয়ার আগেই নিজেদের দল ঘোষণা করে দেওয়া হবে। তখনই দেখে সকলে বুঝে যাবে কে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন। আসলে নিজের দলের প্রথম একাদশের নাম ঘোষণা করতে চাননি বিরাট।
সিরিজ শুরু আগেই চোট আঘাতে জর্জরিত হয়েছে ভারতীয় দল। প্রথমে শুভমন গিল, তারপরে চোট পয়েছেন ভারতের আরও এক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। ফলে এখন সকলেরই ভাবনা, বুধবার ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কে? এই প্রশ্নের জবাবে ভারতের অধিনায়ক জানান, ‘কাল আমরা টস করতে যাওয়ার আগেই আমাদের চূড়ান্ত একাদশের নাম ঘোষণা করব, তখনই আপনারা যেনে যাবেন রোহিতের সঙ্গে কে ওপেন করতে যাচ্ছেন। আমরা আমাদের জায়গা নিয়ে খুব ভাল ও বেশ আনন্দে রয়েছি।’
শেষ ম্যাচকে সামনে রেখে সকলেই জানতে চান যে ভারত দিনের ২ থেকে ২.৫ ঘন্টা কী ভাবে কাটিয়ে উঠবে। তার উত্তর দিতে গিয়ে বিরাট জানান, ‘অবশ্যই, একটি দল হিসেবে, আমরা যে কাজগুলো ভাল করে করিনি, সেগুলোর আরও উন্নতি করতে হবে।’ বিরাট আরও জানান, ‘টেস্ট ক্রিকেট এটাই, ম্যাচের সব সেশন আপনার মন মত হতে পারেনা। আমাদের ঠিক কী করতে হবে তা আমরা জানি এবং সবাই এটিকে কার্যকর করার জন্য তেতে ওঠেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।