জসপ্রীত বুমরাহের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকা প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার অ্যালান ডোনাল্ড। বাইশ গজের ‘হোয়াইট লাইটেনিং’-এর মতে ২৮ বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলারের ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে খেলার দুর্দান্ত দক্ষতা রয়েছে। ‘হোয়াইট লাইটনিং’ নামে পরিচিত ডোনাল্ড টেলিগ্রাফকে বলেছেন, ‘আমি যে দুই খেলোয়াড়কে সব ফর্ম্যাটের শীর্ষে রাখব তারা হলেন কাগিসো রাবাদা এবং জসপ্রীত বুমরাহ।’
ডোনাল্ড বলেছিলেন যে ভারতীয় পেসারকে তিনটি ফর্ম্যাটেই একাদশে নেওয়া উচিত। তিনি বলেছিলেন যে বুমরাহ এবং অন্যান্য ভারতীয় বোলাররা দ্বিতীয় এবং শেষ টেস্টের কিছু পর্যায়ে তাদের গতি হারিয়েছিল, যার কারণে ভারত উদ্বোধনী ম্যাচে জয়ের পরেও সিরিজ হেরেছিল। বুমরাহ প্রসঙ্গে বলতে গিয়ে ডোনাল্ড আরও বলেন, তিনি আরও বলেন, ‘বুমরাহ দারুণ বোলিং করে, যেটা দেখতে আমি ভালোবাসি। তিনি কব্জিটি খুব ভালভাবে ব্যবহার করেন যা এই মুহূর্তে খেলায় অন্য কেউ করতে সক্ষম নয়।’
ডোনাল্ড আরও বলেন, ‘সব ফর্ম্যাটে যেকোন সময় ইয়র্কার বোলিং করার তার ক্ষমতাও দেখা যায়। টেস্ট ক্রিকেটে কখন সেই ইয়র্কার বোলিং করতে হবে তাও সে জানে। সব ফর্ম্যাটেই সে আমার জন্য এক নিরঙ্কুশ বন্দুক। আমার মনে হয় না আমি এমন তরুণ ফাস্ট বোলারকে দেখেছি। যখন সে প্রথম দৃশ্যে এসেছিল, আমি ভেবেছিলাম, 'বাহ! এই লোকটি সত্যিকারের গতি পেয়েছে'। এখন, সে এমন একজন ব্যক্তি যাকে আমি সবসময় আমার দলে সব ফর্ম্যাটে রাখব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।