বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারত। গোটা বছর জুড়েই একাধিক টুর্নামেন্ট খেলতে হয়। তাই অনেক ম্যাচ খেলার চাপ নিতে হয়। সেই সঙ্গে আইপিএল তো রয়েছেই। আর তাতেই বাড়ছে ক্রিকেটারদের চোট আঘাতের সমস্যা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সাম্প্রতি জসপ্রীত বুমরাহ থেকে শ্রেয়স আইয়ার, কে এল রাহুল প্রত্যেককেই চোটের কারণে জাতীয় দলের থেকে বাইরে। ক্রিকেটারদের এই চোট আঘাতের সমস্যার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে এইবার প্রতিটি রাজ্যের দলে স্পোর্টস মেডিকেল টিম এবং স্পোর্টস সাইন্সের দল থাকবে। এছাড়াও রাজ্যের দলগুলিতে নিজস্ব শক্তি এবং পরিস্থিতিগত মান যাচাইয়ের জন্য কোচ নিয়োগ করতে হবে।
শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি রাজ্য দলগুলিতে শক্তি এবং পরিস্থিতিগত মান যাচাইয়ের জন্য কোচ থাকবে। তারা জাতীয় ক্রিকেট একাডেমির কমিটি দ্বারা ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন। বোর্ডের সাধারণ সভার পর সচিব জয় শাহ জানান, 'ক্রিকেটারদের চোট আঘাতের সমস্যা মোকাবিলা করার জন্য আমরা একটি পরিকাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি রাজ্য সংস্থা একজন ক্রীড়া বিজ্ঞান এবং স্পোর্টস মেডিকেল দল নিয়োগ করবে। এই দায়িত্বের যুক্ত হতে চলা প্রত্যেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির একটি প্যানেলে দ্বারা ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।'
সাম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা বিশেষ করে জোরে বোলাররা বারবার চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়েছেন। গত বছর তারা বেশিরভাগ সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাটিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের পাওয়া যায়নি। ক্ষতি হয়েছে জাতীয় দলের। আজ অর্থাৎ রবিবার আইপিএলের ফাইনাল। তারপরই ভারত বিভিন্ন আইসিসি ট্রফি খেলতে শুরু করবে। তার মধ্যে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বারবার ক্রিকেটারদের চোট পাওয়ার খেসারত দিতে হয়েছে জাতীয় দলকে। সেই জন্যেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই ভারতীয় মহিলা জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে যাবেন হরমনপ্রীতরা। তার আগেই প্রধান কোচ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন জয় শাহ। এর সঙ্গে সঙ্গেই ভারতীয় এ দলের ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সফর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি উইমেন্স প্রিমিয়র লিগ নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় বোর্ড চাইছে আগামী বছর মার্চ মাসের আগেই মহিলা আইপিএল শুরু করতে।
এই বিষয় নিয়ে জয় শাহ বলেন, 'জাতীয় মহিলা দলের আগামী বাংলাদেশ সফরের আগে প্রধান কোচ নিয়োগ করা হবে। কোচেদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্রিকেট উপদেষ্টা কমিটি বৈঠক করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এর সঙ্গে আমরা ভারতীয় পুরুষ 'এ' দলের সফরের জন্য ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। অন্যদিকে পরের বছর আমরা উইমেন্স প্রিমিয়র লিগ মার্চ মাসের আগেই করে নিতে চাইছি। এই বিষয়ে সম্প্রচারকারীর সংস্থার সঙ্গে কথা বলব।'