শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিভাবান ব্যাটার ট্রেভিস হেড। বাঁ-হাতি এই ব্যাটারকে প্রথম একাদশের বাইরে রেখেই নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে নেমেছিল অজিরা। যে টেস্ট মাত্র তিন দিনের মধ্যে হেরে যায় তারা। এক ইনিংস এবং ১৩২ রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছিল তাদের। এই টেস্টের পরেই ট্রেভিস হেডকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে ঘরে বাইরে আক্রমণের মুখে পড়তে হয়েছিল অজিদের। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং ট্রেভিস হেড। তাঁর মতে, সকলের আলাদা আলাদা মতামত। থাকতেই পারে।
আরও পড়ুন: মুরলির রেকর্ড ভাঙলেন, কিউয়িদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরালেন অ্যান্ডারসন, সঙ্গ দিলেন লিচ
দিল্লিতে হেডকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সত্যি বলতে এই জিনিসটা যে হবে বা হতে পারে, সেটা আমি আশা করিনি। তবে ঘটনাটা ঘটেছে। তবে এই সপ্তাহটা (বাদ পড়ার পরে) আমি নিজেকে প্রস্তুত করেছি । সুযোগ আসলে যাতে প্রস্তুত থাকতে পারি সে কথা মাথায় রেখে নিজেকে তৈরি করেছি। পরের সুযোগ পাওয়াটা খুব ভালো লেগেছিল আমার। আর এখন যখন সুযোগটা পেয়ে গেছি, তখন আমি এর সম্পূর্ণ সদ্ব্যবহার করতে চাই।’
আরও পড়ুন: ছক্কা মেরে ধোনিকে ছুঁলেন তারকা কিউয়ি পেসার, খুব শীঘ্রই ভাঙতে পারেন ভিভের রেকর্ডও
তাঁর মতে, ‘বিষয়টি (বাদ পড়া) নিয়ে গভীর আলোচনা হয়েছে। প্রত্যেকের আলাদা মত রয়েছে। আমি কোচিং স্টাফ এবং নির্বাচকদের সম্মান করি। ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি মনে করি, আরA এই কারণেই বিষয়টি (বাদ পড়ার) নিয়ে বেশি আলোচনা হয়েছে। কারণ দুই তরফেই যথেষ্ট সম্মান রয়েছে একে অপরের জন্য। সেই কারণেই আমরা আমাদের মতামত প্রকাশ করতে পেরেছি। পরের দিন ভোরবেলা যখন উঠি, তখনও কিন্তু আমি অস্ট্রেলিয়ার হয়ে সফরেই ছিলাম। আমি যেটা ভালোবাসি, সেটাই কিন্তু এখনও করার সুযোগ পাচ্ছি। আমি লড়াইটা চালিয়ে যেতে চাই। খেলাটাও চালিয়ে যেতে চাই। এ ছাড়াও আরও একটা উপায় রয়েছে, তার মধ্যে দিয়ে আমি আমার সতীর্থদের পাশে থাকতে পারি। আর তা হল, নিজেকে সেরা প্রস্তুতির মধ্যে দিয়ে তৈরি রাখা। এখনও মনে করি, আমি ভালো ভাবেই প্রস্তুত রয়েছি, যে কোনও পরিস্থিতির জন্য। একটা মাত্র সপ্তাহ কেবলমাত্র আমার পক্ষে ছিল না।’